টিকা দেওয়া হবে ১২ বছর বয়সী শিশুদেরও
প্রকাশিত:
৩১ জানুয়ারী ২০২২ ০১:১২
আপডেট:
৭ আগস্ট ২০২৫ ১৭:১৬

১২ বা তার বেশি বয়সী শিশুদের সবাইকে টিকা দেওয়া হবে। এখন থেকে ৪০ বছর বয়সী সবাই বুস্টার ডোজ পাবেন। এর আগে ৫০ বছর বয়সসীমা থাকলেও টিকা দেওয়ার হার কম হওয়ায় এখন তা কমিয়ে ৪০ বছর করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
দেশে করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতি ও টিকা বিষয় জানাতে রোববার (৩০ জানুয়ারি) সকালে রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন থেকে আমরা ১২ বছর বয়সীদেরও টিকা দেবো। আগে তা শুধুমাত্র স্কুলশিক্ষার্থীদের জন্য ছিল। এখন শিক্ষার্থী ছাড়াও সবাইকে টিকা দেওয়া হবে। ১২ বছরের মাদরাসাশিক্ষার্থীরাও এখন টিকা পাবে।
জাহিদ মালেক বলেন, টিকা কার্যক্রম বর্তমানে যেভাবে চলছে, সে পদ্ধতিতেই ১২ বছর বয়সীদের টিকা দেওয়া হবে। কেন্দ্রে গেলেই টিকা পাবে। যদি কোনো কাগজপত্র দেখাতে পারে, তাহলে আমরা টিকা দেবো। কিছু দেখাতে না পারলেও আমরা তাদের ফেরত দেবো না। আমাদের হাতে এখন নয় কোটি টিকা রয়েছে।
সম্পর্কিত বিষয়:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক
আপনার মূল্যবান মতামত দিন: