বৃহঃস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫, ৮ই শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


দুপুর পর্যন্ত বন্ধই থাকল মাইলস্টোনের গেট, প্রবেশাধিকার মেলেনি কারো


প্রকাশিত:
২৩ জুলাই ২০২৫ ১৩:৪৮

আপডেট:
২৪ জুলাই ২০২৫ ০২:১০

ছবি সংগৃহীত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গেট দুপুর পর্যন্ত তালাবদ্ধই ছিল। কোনো শিক্ষক-শিক্ষার্থী, এমনকি সাংবাদিকদেরও প্রবেশ করতে দেওয়া হয়নি। আবার কলেজ চত্বরে কোনো ধরনের আনুষ্ঠানিক কর্মসূচি ছিল না ছাত্রদের। তারপরও পুরো ক্যাম্পাস ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছিল কড়া অবস্থান।

বুধবার (২৩ এপ্রিল) সকাল থেকে সরেজমিনে ঘুরে দেখা যায়, কলেজের গেট বন্ধ থাকলেও জনতার উপস্থিতি ছিল আশপাশের এলাকাজুড়ে। কেউ গেটের ফাঁক দিয়ে ভেতরে তাকাচ্ছেন, কেউ বা শিক্ষক-শিক্ষার্থীদের বর্তমান অবস্থা জানার চেষ্টা করছেন। আর ভেতরে অবস্থান করছেন বিপুল সংখ্যক পুলিশ। পাশাপাশি কলেজের নিরাপত্তাকর্মীরাও সতর্ক অবস্থানে ছিলেন। গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন উৎসুক জনতা, যাদের মুখে শোক আর বিস্ময়ের ছিল ছাপ স্পষ্ট। অনেক অভিভাবককেই দেখা গেছে আবেগতাড়িত হতে। এলাকাবাসী, ঘটনার প্রত্যক্ষদর্শীদেরও মধ্যেও ছিল সেই ছাপ।

আবার গেটের সামনে গিয়ে কেউ কেউ ভেতরে ঢোকার চেষ্টা করেন। কিছু মানুষ ধাক্কাধাক্কি করেন, কেউ কেউ সাংবাদিক পরিচয় দিয়ে ঢুকতে চান, তবুও অনুমতি মেলেনি। এ অবস্থায় ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা দাঁড়িয়ে থাকেন গেটের সামনেই।

পাশ থেকে দাঁড়িয়ে থাকা এক নারী বলেন, আমার ছেলের ১১টায় ছুটি হয়েছিল। আমার আত্মীয়র সন্তানও পড়ে এই কলেজে। তাই ভেতরে কেমন অবস্থা সেটি দেখতে আসলাম।

অন্যদিকে, কলেজ কর্তৃপক্ষ কিংবা প্রশাসনের পক্ষ থেকে দুপুর পর্যন্ত পরিস্থিতি নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তাছাড়া আজ শিক্ষার্থীদেরও কোনো কর্মসূচি বা জমায়েত দেখা যায়নি।

এদিকে, বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের প্রকৃত সংখ্যা নিরূপণ এবং আহত, নিহত ও নিখোঁজদের নাম-ঠিকানাসহ তালিকা তৈরিতে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে প্রতিষ্ঠানটি। অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে সভাপতি করে গঠিত এ কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন– উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার, কো-অর্ডিনেটর লুৎফুন্নেসা লোপা, অভিভাবক প্রতিনিধি মনিরুজ্জামান মোল্লা (শিক্ষার্থী: যাইমা জাহান, চতুর্থ শ্রেণি) এবং দ্বাদশ শ্রেণির দুই শিক্ষার্থী– মারুফ বিন জিয়াউর রহমান ও মো. ভাসনিম ভূঁইয়া প্রতিক।

কমিটিকে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সরাসরি ঘটনাস্থল পরিদর্শন, সংশ্লিষ্ট পরিবারদের সঙ্গে যোগাযোগ এবং নিশ্চিত তথ্য যাচাই করে তালিকা প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী হতাহত হয়। এ ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়। মানবিক বিবেচনায় স্থগিত করা হয় এইচএসসি ও সমমানের ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা।

এসএন /সীমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top