বাংলাদেশিদের হোটেল ভাড়া দেবে না শিলিগুড়ির ব্যবসায়ীরা
প্রকাশিত:
২৬ ডিসেম্বর ২০২৫ ১৬:২৮
আপডেট:
২৬ ডিসেম্বর ২০২৫ ১৮:২২
বাংলাদেশে কথিত রাজনৈতিক অস্থিরতা ও ভারত বিরোধীতার কারণে বাংলাদেশি নাগরিদের কাছে হোটেল ভাড়া না দেওয়ার ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গের শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীদের সংগঠন।
ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ‘গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের’ জয়েন্ট সেক্রেটারি উজ্বল ঘোষ জানিয়েছিলেন, গত বছরের ডিসেম্বরে তারা এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে সেবার শিক্ষার্থী ও চিকিৎসা নিতে আসা বাংলাদেশিদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল ছিল। কিন্তু এখন থেকে আর কোনো বাংলাদেশিকেই তারা হোটেল দেবেন না।
তিনি বলেন, ‘২০২৪ সালের ডিসেম্বরে, আমাদের সদস্যরা বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু মানবিক কারণে বাংলাদেশি শিক্ষার্থী ও অসুস্থ মানুষদের কাছে ভাড়া দেওয়া হচ্ছিল। যারা ভারতে পড়াশোনা ও চিকিৎসার জন্য এসেছেন। কিন্তু বাংলাদেশে (কথিত) সহিংসতা এবং ভারত বিরোধী বক্তব্যের কারণে আমরা আর কোনো বাংলাদেশির কাছে হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি বলেছেন, তাদের সংগঠনের অধীনে শিলিগুড়িতে ১৮০টি হোটেল আছে। যারা সবাই কঠোরভাবে এ নিষেধাজ্ঞা মেনে চলবেন। এছাড়া এই সংগঠনের বাইরে থাকা আরও ৫০টি হোটেলও বাংলাদেশিদের কাছে ভাড়া দিচ্ছে না বলে দাবি করেছে একটি সূত্র।
প্রতিবছর অনেক বাংলাদেশি শিক্ষা, পর্যটন ও চিকিৎসার জন্য শিলিগুঁড়ি যান। এই নিষেধাজ্ঞার ফলে তাদের জন্য সেখানে অবস্থান করা আরও কঠিন হয়ে যেতে পারে।
স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত দ্বিপক্ষীয় সম্পর্ক ও মানবিক কারণে উদ্বেগ সৃষ্টি করতে পারে।
সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া, আনন্দবাজার
সম্পর্কিত বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন: