বুধবার, ২৩শে জুলাই ২০২৫, ৭ই শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


মিগ-২১ যুদ্ধবিমানকে বিদায় দিচ্ছে ভারত


প্রকাশিত:
২২ জুলাই ২০২৫ ১৮:১৮

আপডেট:
২৩ জুলাই ২০২৫ ০০:২১

ছবি সংগৃহীত

৬২ বছর পর মিগ-২১ যুদ্ধবিমানকে বিদায় দিচ্ছে ভারত। আগামী সেপ্টেম্বরে দেশটির বিমানবাহিনীর চণ্ডীগড় ঘাঁটি থেকে শেষবারের মতো উড়বে মিগ-২১। এরপর আর কখনও সামরিক বা বেসামরিক কাজে এই যুদ্ধবিমানকে ব্যবহার করা হবে না।

ভারতের সংবাদমাধ্যম এ তথ্য দিয়েছে। ভারতীয় বিমানবাহিনী মিগ-২১ যুদ্ধবিমান পায় ১৯৬৩ সালে। ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে এর নির্মাণ কৌশল ও স্থানীয়ভাবে তৈরির অনুমোদন দেয় রাশিয়া। এরপর থেকে বিমানবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠে মিগ-২১। ১৯৬৫ সালে পাকিস্তানের সাথে সংঘাত, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ১৯৯৯ সালে কারগিল যুদ্ধে মিগ-২১ ব্যবহৃত হয়েছে। শুধু তাই নয় চলতি বছর ‘অপারেশন সিঁদুর’এও ব্যবহার করা হয়েছে ওই যুদ্ধবিমান।

২০১৯ সালে ভারতের মিগ-২১ কে গুলি করে ভূপাতিত করে পাকিস্তান। আটক করা হয় দেশটির তৎকালীন উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে। তবে পরে অবশ্য তাঁকে মুক্তি দেয় তৎকালীন ইমরান খানের সরকার।

মিগ-২১ এর আছে দুর্নাম। ১৯৭০ সালের পর থেকে ভারতে মিগ-২১ বহু দুর্ঘটনায় ১৭০ জন পাইলট ও ৪০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। কেবল ২০১০ আর ২০১৩ সালের মধ্যে ১৩ বার দুর্ঘটনার মুখে পড়ে ওই যুদ্ধবিমান। এরপর থেকে মিগ-২১-এর নাম হয়ে যায় ‘উড়ন্ত কফিন।’

২০২২ সালে ভারতের বিমানবাহিনী জানায়, তিন বছরে ধাপে ধাপে মিগ-২১ এর ব্যবহার কমিয়ে আনা হবে। বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ২০২৫ সালের মধ্যে মিগ-২১-এর ব্যবহার বন্ধ করে তার বদলে এলসিএ মার্ক-১ যুদ্ধবিমান ব্যবহার করা হবে।

এসএন /সীমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top