শুক্রবার, ২৯শে আগস্ট ২০২৫, ১৩ই ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


গেন্ডারিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো রাজউক


প্রকাশিত:
২৮ আগস্ট ২০২৫ ২১:২৫

আপডেট:
২৯ আগস্ট ২০২৫ ০২:২০

ছবি সংগৃহীত

গেন্ডারিয়ার ডিআইটি পুকুরপাড় এলাকায় মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জোন ৭/১ এর আওতাধীন ডিআইটি পুকুরপাড় ঘিরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণের লক্ষ্যে মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালানো হয়।

এসময় ডিআইটি পুকুরপাড় ঘিরে থাকা অবৈধ স্থাপনাসমূহ উচ্ছেদ ও অবৈধভাবে নেওয়ার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নও করে দেওয়া হয়েছে।

রাজউকের পক্ষ থেকে জানানো হয়, ডিআইটি পুকুরপাড় রক্ষা কমিটির অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামের নির্দেশ মোতাবেক রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এসময় ডিআইটি পুকুরপাড়ের চারপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে রয়েছে রেস্টুরেন্ট, দুই তালা ইমারত, রিকশার গ্যারেজসহ অন্যান্য অবৈধ স্থাপনা। মোবাইল কোর্ট চলাকালে উক্ত স্থাপনাগুলোতে অবৈধভাবে নেওয়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন– রাজউকের অথরাইজড অফিসার এস এম এহসানুল ইমাম, সহকারী অথরাইজড অফিসার মো. আব্দুর রাজ্জাক তোহা, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ অন্যান্য কর্মকর্তারা।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top