রবিবার, ২৫শে মে ২০২৫, ১০ই জ্যৈষ্ঠ ১৪৩২

Shomoy News

Sopno


জাপান সফরে রাজউক চেয়ারম্যান


প্রকাশিত:
২৪ মে ২০২৫ ২০:২১

আপডেট:
২৫ মে ২০২৫ ০২:০৭

ছবি সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম সাত দিনের সফরে জাপান গেছেন।

জাইকার অর্থায়নে আয়োজিত গুরুত্বপূর্ণ প্রশিক্ষণে অংশ নিতে শনিবার দুপুর ১টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

রাজউকের সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) মো. আব্দুল্লাহ আল মারুফ জানান, আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত রাজউক চেয়ারম্যান ‘Transit Oriented Development (TOD) Planning and Implementation using Land Readjustment and Redevelopment Tools’ শীর্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। দুই সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে জাইকা।

তিনি জানান, ঢাকাকে একটি বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগরীতে রূপান্তরের লক্ষ্যে Transit Oriented Development (TOD) প্রজেক্ট চালু করেছে বাংলাদেশ সরকার, যেখানে জাইকা সহযোগিতা করছে কারিগরি ও অর্থায়ন কাঠামোয়। প্রশিক্ষণটি মূলত ভূমি পুনর্বিন্যাস ও পুনর্গঠনের আধুনিক কৌশলগুলোর বাস্তব প্রয়োগ ও পরিকল্পনা নিয়ে গঠিত। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা শুধু একাডেমিক ক্লাসেই নয়, বরং জাপানের বিভিন্ন এলাকা ঘুরে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন বলে জানা গেছে।

প্রশিক্ষণে বাংলাদেশ থেকে ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেবে। রাজউক থেকে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের টিম অংশ নেবে-সদস্য (প্রশাসন) ড. মো. আলম মোস্তফা, সদস্য (উন্নয়ন) মোহা. হারুন-অর-রশীদ, প্রধান নগর স্থপতি মোশতাক আহমেদ, প্রধান প্রকৌশলী মো. নুরুল ইসলাম, প্রকল্পের প্রকল্প পরিচালক মাহফুজা আকতার ও উপনগর পরিকল্পনাবিদ শাহনেওয়াজ হক।

এ ছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন, বিআরটিসি ও মেট্রোরেল প্রকল্পের কর্মকর্তারাও এই প্রশিক্ষণে অংশ নেবেন। প্রশিক্ষণ শেষে রাজউক চেয়ারম্যান আগামী ৩১ মে ঢাকায় ফিরবেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top