বৃহঃস্পতিবার, ২২শে মে ২০২৫, ৮ই জ্যৈষ্ঠ ১৪৩২

Shomoy News

Sopno


দীপিকার ‘আকাশচুম্বী’ চাহিদায় বিরক্ত পরিচালক, বাদ দিলেন সিনেমা


প্রকাশিত:
২২ মে ২০২৫ ১৫:৩৮

আপডেট:
২২ মে ২০২৫ ২২:৪০

ছবি সংগৃহীত

কয়েক বছর ধরে বলিউড তারকাদের পারিশ্রমিক নিয়ে কথা হচ্ছে। করণ জোহর, অনুরাগ কশ্যপসহ অনেক প্রযোজক ও নির্মাতা অকপটে বলেছেন, তারকাদের আকাশচুম্বী পারিশ্রমিকের কারণে হিন্দি সিনেমা ডুবতে বসেছে। আরও একবার পারিশ্রমিক বিতর্ক নিয়ে সরগরম বলিউড। এবার গোল বেধেছে দীপিকা পাড়ুকোনের পারিশ্রমিক নিয়ে। হিন্দুস্তান টাইমসের খবর, বেশি পারিশ্রমিক দাবি করায় অভিনেত্রীকে সিনেমা থেকেই বাদ দেওয়া হয়েছে।

দীপিকা পাড়ুকোন ও প্রভাস একসঙ্গে ‘কাল্কি ২৮৯৮ এডি’ ছবিতে কাজ করেছিলেন। বলা হচ্ছিল যে দুজনে ‘অ্যানিমেল’ ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার আসন্ন ছবি ‘স্পিরিট’-এও একসঙ্গে কাজ করবেন।

কিন্তু নতুন খবর, দীপিকা আর এই ছবির অংশ নন। নির্মাতাই নাকি দীপিকাকে ছবি থেকে বাদ দিয়েছেন।

একাধিক ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, দীপিকার ‘অত্যধিক’ দাবির কারণেই নাকি সন্দীপ এমনটা করেছেন। দীপিকার দাবি ছিল তিনি মাত্র আট ঘণ্টা কাজ করবেন। একটু বেশিই জটিল হয়ে ওঠে, যখন অভিনেত্রী ছবির লাভের একটা বড় অংশ চেয়ে বসেন। দীপিকা তেলেগু ভাষায় সংলাপ ডাব করতেও নাকি অস্বীকার করেন।

দীপিকার বাড়তি পারিশ্রমিক নিয়ে নির্মাতাদের কোনো সমস্যা ছিল না। জানা গিয়েছিল, দীপিকা ছবির জন্য ২০ কোটি রুপি পেতেন। কিন্তু অভিনেত্রীর অন্যান্য চাহিদা মানতে পারেননি নির্মাতা। এসব দাবির কারণেই নাকি সন্দীপ বিরক্ত হয়ে দীপিকাকে ছবি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি এখন নতুন অভিনেত্রীর খোঁজে রয়েছেন।

এর আগে ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদন প্রকাশ করে, দীপিকা অন্তঃসত্ত্বা হওয়ার কারণে ছবির শুটিংয়ে দেরি হচ্ছে। ২০২৪ সালের শেষের দিকেই ছবিটি শুরু হওয়ার কথা ছিল।

কিন্তু মা হওয়ার পর দীপিকা নিজের কাজের ধরনে কিছু বদল আনতে চেয়েছেন। সে জন্যই তাঁর শর্তে রাজি না হলে চুক্তিপত্রে সাক্ষর করতে অস্বীকার করেন। তবে এ বিষয়ে দীপিকা বা সন্দীপের আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top