বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


‘জঘন্য সাজ’ বলে কটাক্ষ উর্বশীকে


প্রকাশিত:
১৪ মে ২০২৫ ১১:২৫

আপডেট:
১৪ মে ২০২৫ ১৫:৫০

ছবি সংগৃহীত

চোখে নীল রঙের আইশ্যাডো। হেয়ারস্টাইলের বেশ নাটকীয়তার ছোঁয়া। সেই সঙ্গে ক্রিস্টালের হেয়ারব্যান্ড, অফ শোল্ডার গাউন। ২০২৫ সালের ‘কান চলচ্চিত্র’ উৎসবের লাল গালিচায় ঠিক এই রূপেই ধরা দিয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা।

ফ্রান্স ফ্যাশনের শহর, সে দেশে গিয়ে নিজেকে একটু অন্যভাবেই সকলের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু তার সেই চেষ্টার ফল হল তিক্ত। এদিন অভিনেত্রীর হাতে ছিল প্রায় সাড়ে ৪ লাখ টাকার ক্লাচ কিন্তু উর্বশীর সাজ মনে ধরল না অনুরাগীদের।

অভিনেত্রীর এই অতিরিক্ত রূপসজ্জা দেখে ধেয়ে একের পর এক কটাক্ষ করেছেন নেটিজেনরা। কেউ লিখলেন, ‘জঘন্য সাজ।’ কেউ আবার লিখলেন, ‘উর্বশীকে এড়িয়ে যাওয়াই ভালা হবে।’ অনেকে আবার ‘এ আই’ বলে বিদ্রুপও করেন।

প্রসঙ্গত, কান চলচ্চিত্র উৎসব হলো বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও জনপ্রিয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এটি প্রতি বছর মে মাসে ফ্রান্সের ‘কান’ শহরে অনুষ্ঠিত হয়। উৎসবটি ১৯৪৬ সালে শুরু হয় এবং তখন থেকেই এটি বিশ্ব চলচ্চিত্রের জন্য এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়ে আসছে।

এই উৎসবে বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রদর্শিত হয় এবং প্রতিযোগিতার মাধ্যমে সেরা চলচ্চিত্র, পরিচালক, অভিনেতা-অভিনেত্রীদের পুরস্কৃত করা হয়। ১৩ মে থেকে শুরু হয়েছে এ উৎসব যা আগামী ১০দিন চলবে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top