সড়ক দুর্ঘটনায় আহত ‘বিগ বস’ খ্যাত রুবিনা
প্রকাশিত:
১১ জুন ২০২৩ ২৩:৩৮
আপডেট:
১২ আগস্ট ২০২৫ ১৮:২০

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ভারতীয় অভিনেত্রী রুবিনা দিলাইক। ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তার গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। অভিনেত্রীর দুর্ঘটনার খবর জানিয়েছেন তার স্বামী অভিনব শুক্লা। জানিয়েছেন, দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেত্রীকে।
পরবর্তীতে দুর্ঘটনার কথা জানিয়ে টুইটারে রুবিনা লেখেন, ‘আঘাতের কারণে আমার মাথায় ও পিঠের নিচের দিকে আঘাত লেগেছে। তবে মেডিকেল পরীক্ষা করার পর দেখি সব কিছু ঠিক আছে। তাই কিছুটা অবাক হয়েছিলাম।
বেপরোয়া ট্রাকচালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে কিছু ক্ষতি তো হয়েছেই। আমি আপনাদের সকলকে রাস্তায় সচেতন হওয়ার জন্য অনুরোধ করছি (হাত ভাঁজ করা ইমোজি)। আমাদের নিজেদের নিরাপত্তার জন্যই এই নিয়ম করা হয়েছে!’
হিন্দি টেলিভিশনের পর্দায় অতি জনপ্রিয় মুখ রুবিনা দিলাইক। ‘ছোট বহু’ ধারাবাহিকের বদৌলতে দর্শকদের অন্দরমহলে বেশ পরিচিত তিনি। পাশাপাশি ‘বিগ বস ১৪’র বিজয়ীও রুবিনা।
গত বছর ‘আর্ধ’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন রুবিনা। অভিনেত্রীর দুর্ঘটনায় আঘাত পাওয়ার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: