শুক্রবার, ৮ই আগস্ট ২০২৫, ২৪শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


সিসিটিভি ক্যামেরার আওতায় কুষ্টিয়ার একটি ইউনিয়ন


প্রকাশিত:
১ অক্টোবর ২০২১ ২১:০৩

আপডেট:
৮ আগস্ট ২০২৫ ১১:৩৮

ফাইল ছবি

অপরাধ নিয়ন্ত্রণের জন্য কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম নামের একটি ইউনিয়নের ৯ ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ৬৫টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে।

চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাফিজ তপনের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে এসব ক্যামেরা লাগানোর কাজ শেষ হয়েছে।

জানা গেছে, প্রথম ধাপে ৫০টি ক্যামেরা ৩০টি স্থানে বসানো হয়েছে। দ্বিতীয় ধাপে বাকি ক্যামেরা সংযোজন করা হয়েছে। এ কাজ সম্পন্ন করতে ব্যয় হয়েছে আনুমানিক ১৩ লাখ টাকা। সব ব্যয় চেয়ারম্যান আবদুল হাফিজ তপন নিজ অর্থায়নে করেছেন। জেলার মধ্যে প্রথম চাঁদগ্রাম ইউনিয়ন সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হলো।

এমন উদ্যোগে ইউনিয়নবাসী খুশি। ক্যামেরা সংযোজনের কাজ ভালোভাবে শেষ হয়েছে বলে জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান এইসএম সলিউশনের পরিচালক হামিদুর রহমান।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top