সোমবার, ১৫ই ডিসেম্বর ২০২৫, ৩০শে অগ্রহায়ণ ১৪৩২

Shomoy News

Sopno


বাগেরহাটে জাপান প্রবাসীর বাড়িতে ডাকাতি, ১৬ ভরি স্বর্ণ ও টাকা লুট


প্রকাশিত:
১৪ ডিসেম্বর ২০২৫ ২০:৩৩

আপডেট:
১৫ ডিসেম্বর ২০২৫ ০৪:১৮

ফাইল ছবি

বাগেরহাটে জাপান প্রবাসী খন্দকার রবিউল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের সুন্দরঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা বাড়ির সকল সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং বেঁধে রেখে ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে তিন লাখ টাকা লুটে নেয়। খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

জাপান প্রবাসীর বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা খন্দকার আবু জাফর জানান, ঘটনার সময় তিনি, তার স্ত্রী এবং বড় ছেলে ও তার স্ত্রী বাড়িতে অবস্থান করছিলেন। ভোর ৪টার দিকে বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠলে কয়েকজন ডাকাত অস্ত্রের মুখে তাকে জিম্মি করে। পরে অস্ত্রের মুখে তার হাত, পা ও মুখ বেঁধে পরিবারের অন্য সদস্যদেরও জিম্মি করে এবং বেঁধে ফেলে। এরপর বসতঘরের বিভিন্ন কক্ষ তছনছ করে প্রায় ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে ৩ লাখ টাকা লুট করে নেয় ডাকাতরা। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়। ডাকাতরা কৌশলে ছাদে উঠে, গেট ভেঙে ঘরে প্রবেশ করেছিল বলে ধারণা করছেন তারা

বড় ছেলে ব্যবসায়ী খন্দকার মাইনুল ইসলাম জানান, তিনিও এক সময় জাপানে থাকতেনডাকতরা তার কক্ষও তছনছ করেছেডাকাতরা আমাদের নিঃস্ব করে দিয়েছেসকল মালামাল নিয়ে বের হয়ে যাওয়ার সময় আমাদের হত্যার হুমকি দিয়েছে। পুলিশ অথবা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানালে পরে আবারও এভাবে ডাকাতি করা হবে এবং আমাদের হত্যা করে ফেলবে।

খন্দকার আবু জাফরের স্ত্রী জাহানারা বেগম জানান, ডাকাতরা তার কক্ষে ঢুকে অস্ত্র ঠেকিয়ে কম্বল দিয়ে মুখ ঢেকে রাখে। ডাকাত দলের মধ্যে ৬ জনসহ একজন মেয়ে ছিল। তারা বার বার বলছিল, তোদের শারীরিক কোনো ক্ষতি করব না, যা আছে দিয়ে দে। তবে বেশি বাড়াবাড়ি করলে, মেরে ফেলব। আর পুলিশকে জানালে আবারও আসব।

বাগেরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

এর আগে গত ৯ ডিসেম্বর দিনে-দুপুরে বাগেরহাট শহরের দশানীস্থ পুলিশ সুপারের বাংলোর বিপরীত পাশে ডয়চে ভেলের প্রবাসী সাংবাদিক আরাফাতুল ইসলামের বাড়িতে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top