শুক্রবার, ৮ই আগস্ট ২০২৫, ২৪শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


বান্দরবানে মা-মেয়ের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ছেলে


প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২১ ১৫:৫৩

আপডেট:
৮ আগস্ট ২০২৫ ০৮:৪৩

ছবি: সংগৃহীত

বান্দরবানে অতিবৃষ্টির কারণে পাহাড়ি ঝিরিতে সৃষ্ট স্রোতে নিখোঁজ মা কৃষ্ণাতি ত্রিপুরা (৪৪) ও মেয়ে বাজেরুং ত্রিপুরার (১৩) মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। ছেলে প্রদীপ ত্রিপুরার (৮) সন্ধান এখনো পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

৩নং সদর ইউনিয়নের ইউপি সদস্য (মেম্বার) জগদীশ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল বুধবার (১৫ সেপ্টেম্বর) প্রবল বৃষ্টির সময় জুম থেকে ফেরার পথে সন্ধ্যা ৭টার দিকে পাহাড়ি ঝিরির পানির স্রোতে ভেসে যান মৃত দিয়াম্ব ত্রিপুরার স্ত্রী কৃষ্ণাতি ত্রিপুরা, মেয়ে বাজেরাং ত্রিপুরা ও ছেলে প্রদীপ ত্রিপুরা। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তারা। পরে বৃহস্পতিবার সকালে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। তবে এখনো নিখোঁজ রয়েছে প্রদীপ ত্রিপুরা। তাকে উদ্ধারে স্থানীয়রা অভিযান অব্যহত রেখেছেন বলেও জানান তিনি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top