শুক্রবার, ৮ই আগস্ট ২০২৫, ২৪শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


দেশে ফিরেছে বাংলাদেশের সেই দম্পতি


প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২১ ০৪:৫৩

আপডেট:
৮ আগস্ট ২০২৫ ০৮:৪১

ছবি- সময়নিউজ ডট নেট

কোলকাতা পুলিশের বিশেষ গাড়িতে চেপে ইমারজেন্সি ট্রাভেল সার্টিফিকেট নিয়ে পেট্রাপোল চেকপোষ্টে এসে পৌঁছেছেন পুনে জেলে আটক থাকা বাংলাদেশের সেই দম্পত্তি।

আজ মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

ভারতের পুনে জেল থেকে ছাড়া পাওয়া আবু সাইদ দম্পত্তির বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মালতিয়া গ্রামে।

আবু সাইদ এর স্ত্রী জানু ২৫ (ছদ্দনাম) বলেন, সাতক্ষীরার জনৈক পাচারকারীর খপ্পরে পড়ে ২০১৯ সালে মার্চ মাসে তারা ভারতের মুম্বাই শহরে যায়। কাপড়ের দোকানে মোটা বেতনে চাকুরীর প্রলোভন দেখিয়ে তাদেরকে ভারত নিয়ে যাওয়া হয়। কোলকাতার এক দালাল ট্রেনে করে তাদেরকে মুম্বাই নেয়ার ৩ দিন পর বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে আসার অপরাধ দেখিয়ে স্বামী আবু সাইদকে পুলিশে ধরিয়ে দেয়। পরের দিন রাতে সংঘবদ্ধ দালালচক্র তাকে পুনের বুধওয়ার পেথ নামক একটি নিষিদ্ধ পল্লিতে মোটা অংকের টাকায় বিক্রি করে দেয়।

তিনি আরও জানান, নিষিদ্ধ পল্লিতে অবস্থানকালে তাকে দেহ ব্যবসা করার জন্য মারধর করলে রাতের আধারে পালিয়ে নিকটহস্থ থানায় আশ্রয় নেন তিনি। পুলিশ আদালতে পাঠালে তাকে দোষি করে আড়াই বছরের জেল দেয়। জেল খাটা শেষে দেশে ফেরার কাগজ তৈরী করতে সময় লাগে প্রায় ৮০ দিন। পুনের ফরাসখানা থানা কাগজপত্র তৈরী শেষে বিশেষ পুলিশী পাহারায় রবিবার সন্ধায় মুম্বাই থেকে কোলকাতার ট্রেনে রওনা দেন তারা।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, বিশেষ ট্রাভেল পারমিট নিয়ে বাংলাদেশে ফেরত আসা আবু সাইদ দম্পত্তিকে নিয়মানুযায়ী প্রাথানিক কোয়ারেন্টাইনে রাখার জন্য শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে হস্তন্তর করা হয়েছে। ঝিকরগাছা গাজির দরগা নামক কোয়ারেন্টাইন সেন্টারে তাদের রাখা হতে পারে।

 


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top