শনিবার, ৩রা জানুয়ারী ২০২৬, ২০শে পৌষ ১৪৩২

Shomoy News

Sopno


খুলনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, চারজনের বৈধ


প্রকাশিত:
৩ জানুয়ারী ২০২৬ ১২:৪৬

আপডেট:
৩ জানুয়ারী ২০২৬ ২১:৫৪

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা-৪ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

এই আসনে ৫টি মনোনয়নপত্র জমা পড়ে। তার মধ্যে বৈধ প্রার্থীরা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনুস আহম্মেদ সেখ, বিএনপির এস কে আজিজুল বারী, খেলাফত মজলিসের এসএম সাখাওয়াত হোসাইন এবং জামায়াতে ইসলামীর মো. কবিরুল ইসলাম।

খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকার বলেন, ৪ আসনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিল। যাচাই-বাছাই করে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে এস এম আজমল হোসেনের এক শতাংশ ভোটারের ১০ জনের তথ্য তদন্ত করে ৬ জনেরই নেগেটিভ পাওয়া গেছে। যে কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top