শনিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৫, ৫ই আশ্বিন ১৪৩২

Shomoy News

Sopno


স্ত্রী-সন্তানের সঙ্গে দেখা করা হলো না সৌদি প্রবাসীর


প্রকাশিত:
২০ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৩

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৬

ছবি : সংগৃহীত

সৌদি আরব থেকে দেশে এসে শ্বশুরবাড়ি যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মিজবাহ মোাড়ল (৩৩) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার সন্নাসীর চর ইউনিয়নের আজগর হাওলাদার কান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজবাহ একই উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরের কান্দি এলাকার মৃত আইয়ুব আলী মোড়লের ছেলে। তিনি সৌদি আরব থেকে গতকালই দেশে এসেছিলেন। তিনি দুই কন্যা সন্তানের জনক।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সৌদি আরব থেকে নিজ বাড়িতে আসেন মিজবাহ। পরে মধ্যরাতে তার এক নিকট আত্মীয়ের মোটরসাইকেল নিয়ে শ্বশুরবাড়ি সন্যাসিরচর ইউনিয়নের আজগর হাওলাদার কান্দি (মিনারা) গ্রামে স্ত্রী-সন্তানদের সাথে দেখা করার জন্য রওয়ানা হন। পথিমধ্যে আজগর হাওলাদার কান্দি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নির্মাণাধীন ব্রিজের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে তার মাথায় ও থুতনির নিচে মারাত্মক জখম হয় এবং নির্মাণাধীন ব্রিজের নিচে গর্তের পানিতে পড়ে যান। এ সময় মোটরসাইকেলটি তার ওপরে পড়ে। পরে মোটরসাইকেলটির ইন্টিগ্রেটর লাইটটি জ্বলতে দেখে পথচারী ও স্থানীয়রা ৯৯৯-এ কল দেন। পরবর্তীতে দত্তপাড়া পুলিশ ফাঁড়ির একটি টিম ভোর রাতে ঘটনাস্থলে গিয়ে লোকজনের সহায়তায় মরদেহ উদ্ধার করেন।

শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, অসাবধানতাবসত দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় তার মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top