গাছের আঠা সংগ্রহ করতে গিয়েছিলেন, ভিমরুলের কামড়ে মৃত্যু
প্রকাশিত:
২ আগস্ট ২০২৫ ১২:২১
আপডেট:
২ আগস্ট ২০২৫ ১৮:৫৪

সাতক্ষীরার শ্যামনগরে ভিমরুলের কামড়ে সামছুর গাজী (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামে এ ঘটনা ঘটে।
সামছুর গাজী পশ্চিম কৈখালী গ্রামের বাসিন্দা। গত বৃহস্পতিবার তিনি একটি বাগানে গিয়ে ভিমরুলের কামড় খান।
সামছুরের চাচাতো ভাই আজু বলেন, কয়েক দিন ধরে সামছুরের পায়ে ব্যথা ছিল। তিনি ব্যথা সারাতে সেজি গাছের আঠা খুঁজছিলেন। গত বৃহস্পতিবার সকালে আঠা সংগ্রহ করতে একটি সেজির ঝোপে যান। সেখানে ভিমরুলের চাক ছিল। তবে সেটি জানতেন না সামছুর। গাছে হাত দিতেই চাক থেকে উড়ে গিয়ে একাধিক ভিমরুল তাঁর শরীরের বিভিন্ন অংশে কামড় বসায়। এ অবস্থায় তাঁকে গ্রাম্য চিকিৎসকের কাছে নেওয়া হলে তাঁকে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে সেদিন তাঁকে হাসপাতালে নেওয়া হয়নি। পরদিন শুক্রবার বিকেলে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলার সময় সামছুরের মৃত্যু হয়।
কৈখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) তিন নম্বর ওয়ার্ডের সদস্য আমিনুর রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: