মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় ১৩ বছর পর এক আসামি গ্রেপ্তার


প্রকাশিত:
২৭ মে ২০২৫ ১২:৫১

আপডেট:
৫ আগস্ট ২০২৫ ১৭:৪১

ছবি সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীতে ১৩ বছর আগে এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যার মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম নাসির উদ্দিন (৪৮)। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কাঁঠালতলির নিজ বাড়ি থেকে দেশীয় একটি আগ্নেয়াস্ত্রসহ তাঁকে আটক করে পুলিশ। নাসির ওই এলাকার গোলাম কুদ্দুসের ছেলে।

২০১২ সালের ১৮ জানুয়ারি উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজিরপাড়া এলাকায় গুলি করে হত্যা করা হয় অভিযানে থাকা তৎকালীন মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) পরেশ কারবারিকে। এ ঘটনায় এক পুলিশ সদস্য বাদী হয়ে ৩৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার অভিযোগপত্রে নাসির উদ্দিনকে আসামি করা হয়।

পুলিশ জানায়, এসআই পরেশ কারবারির হত্যাকাণ্ডের পর থেকে নাসির পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে তিনটি হত্যা ও একটি অস্ত্রসহ পাঁচটি মামলা হয়েছে। রাতে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা করেছে পুলিশ।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক বলেন, গোপন সূত্রে বাড়িতে অবস্থানের খবর পেয়ে নাসিরকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় তাঁর বাড়ি থেকে দেশীয় একটি এলজিও উদ্ধার হয়। ওসি আরও বলেন, পুলিশ কর্মকর্তা পরেশ কারবারি হত্যা মামলার আসামিদের মধ্যে এখন পর্যন্ত চারজন পলাতক রয়েছেন। তাঁদের ধরতে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top