পিরোজপুরে স্কুলছাত্রীকে অ্যাসিড নিক্ষেপের হুমকি
প্রকাশিত:
১৪ মে ২০২৫ ১৭:১১
আপডেট:
১৪ মে ২০২৫ ২০:৫৯

পিরোজপুরে তামান্না ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্রীকে অ্যাসিড নিক্ষেপের হুমকির অভিযোগ উঠেছে একই স্কুলের অন্য ছাত্রীদের বিরুদ্ধে। বুধবার (১৪ মে) বেলা ১২টার দিকে পিরোজপুর জেলা গণগ্রন্থাগারের সামনে এ ঘটনা ঘটে।
পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী তামান্না ইসলাম পিরোজপুর শহরের মধ্যরাস্তা এলাকার মো. সুমন শরীফের মেয়ে এবং পিরোজপুর করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
অভিযুক্তরা হলেন—পিরোজপুর করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী লুবনা ও নিলা এবং কদমতলা জর্জ হাই স্কুলের শিক্ষার্থী সিয়াম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে ভুক্তভোগী তামান্না ইসলাম কোচিং করার উদ্দেশে বাসা থেকে গণগ্রন্থাগারের সামনে থেকে যাচ্ছিল। এ সময় করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী লুবনা ও নিলা কদমতলা জর্জ হাই স্কুলের শিক্ষার্থী সিয়ামসহ কয়েকজনকে নিয়ে তামান্নার পথ রোধ করে অ্যাসিড নিক্ষেপের হুমকি দেয়। ঘটনাস্থলে অর্ধশতাধিক শিক্ষার্থী ও জনতা জড়ো হয়ে যায়। এ সময় ভুক্তভোগী তরুণী স্থানীয় একজনের মুঠোফোন নিয়ে তার মাকে ফোন দিলে তার মা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী মো. ওলিউল্লাহ বলেন, তিন-চারটা ছেলে-মেয়ে গণগ্রন্থাগারের সামনে বসে মারামারি করছিল। এ সময় সেখানে ৫০-এর অধিক ছাত্র-ছাত্রী ও স্থানীয় বাসিন্দা জড়ো হন। পরে পুলিশ এসে তাদেরকে স্কুলে নিয়ে যায়।
এ বিষয়ে ভুক্তভোগী তরুণী তামান্না ইসলাম বলেন, আমার স্কুলের নবম শ্রেণির দুইটা মেয়ে লুবনা ও নিলা আমাকে বলে আমি নাকি তাদের নামে খারাপ কথা বলেছি। এ বিষয় নিয়ে তারা আমাকে কয়েকবার হুমকি দিয়েছে। আজকে কোচিং করতে যাওয়ার সময় গণগ্রন্থাগারের সামনে রাস্তার মধ্যে আমার সঙ্গে বাজে ভাষায় কথা বলে এবং আমার মুখে অ্যাসিড নিক্ষেপের হুমকি দেয়। আমি স্কুলের প্রধান শিক্ষককে জানালে তিনি এক ম্যাডামকে জানাতে বললে আমি ম্যাডামকে জানালে তিনি বলেন, ‘এটা তো আমাদের স্কুলের বাইরের বিষয় তারপরও তুমি ওদেরকে স্কুলে নিয়ে আসো তারপরে দেখবো।’ আমি এ বিষয়ের সুষ্ঠু সমাধান চাই।
এ বিষয়ে তামান্নার মা লিপি বেগম বলেন, ‘আমার মেয়েকে তার স্কুলেরই দুইজন ছাত্রী অ্যাসিড নিক্ষেপ করার হুমকি দিয়েছে। স্কুল কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে আমি সমাধান চাই, আমার মেয়ের নিরাপত্তা চাই।
এ বিষয়ে অভিযুক্ত এক শিক্ষার্থী লুবনা বলেন, তামান্না আমার সম্পর্কে অনেকের কাছে বাজে কথা ছড়াচ্ছে। এ কারণে আমি রাগের মাথায় ওকে সাবধান হতে বলছি এবং নিষেধ করছি আমার সম্পর্কে বাজে কথা বলতে। আর বলেছি, ভবিষ্যতে এসব কথা বললে ভালো হবে না। আর কিছু না।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ. হালিম হাওলাদারের কাছে বক্তব্য নিতে গেলে তিনি বক্তব্য দিতে অস্বীকার করেন এবং বলেন, ‘আপনারা নিউজ করবেন আমার অনুমতি নিয়েছেন।’
পববর্তীতে প্রধান শিক্ষক ভুক্তভোগী শিক্ষার্থীর মা-বাবাকে ডেকে আইনের আশ্রয় নিতে বলেছেন।
এ বিষয়ে পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: