রবিবার, ১০ই আগস্ট ২০২৫, ২৬শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


পঁচিশের শেষে বা ছাব্বিশের শুরুতে সংসদ নির্বাচন: ইসি মাছউদ


প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২৫ ১৮:৪৭

আপডেট:
১০ আগস্ট ২০২৫ ১১:০২

ছবি সংগৃহীত

নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমান মাছউদ বলেছেন, সত্যিকার অর্থে আমরা এখন জাতীয় নির্বাচন নিয়ে কাজ করছি। স্থানীয় নির্বাচন নিয়ে এখন আমরা ভাবছি না। ২০২৫ সালের শেষের দিকে অথবা ২০২৬-এর শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ উপলক্ষে পটুয়াখালীতে বৃহস্পতিবার সকালে জেলা নির্বাচন অফিস আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার এসব কথা বলেন।

ইসি মাছউদ বলেন, আমরা প্রভাবমুক্ত থেকে জাতিকে সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। কোনোভাবেই প্রভাবান্বিত হওয়ার সুযোগ নাই। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, আগামী নির্বাচনের ভোটগ্রহণ ব্যালটে হবে। সত্যিকার অর্থে আমরা এখন জাতীয় নির্বাচন নিয়েই কাজ করছি।

সিনিয়র নির্বাচন অফিসার খান আবি শাহানুর খানের সভাপতিত্বে সভায় বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আনিছুল ইসলাম, পটুয়াখালীর সব উপজেলার নির্বাচন কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top