রবিবার, ১০ই আগস্ট ২০২৫, ২৬শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদক ধ্বংস করল বিজিবি


প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২৫ ১৬:০৫

আপডেট:
১০ আগস্ট ২০২৫ ১০:৫১

ছবি সংগৃহীত

সাতক্ষীরায় গত এক বছরে সীমান্তের বিভিন্ন এলাকা থেকে জব্দ করা ফেনসিডিল, ইয়াবা, গাজসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি।

এর মধ্যে ৭ হাজার ৪৫৬ বোতল ফেনসিডিল, ১৭ হাজার ২১৮ বোতল মদ, ৭ হাজার ১০০ কেজি হেরোইন, ৩ লাখ ২৮ হাজার ৮৫৩ পিস ইয়াবা, ২৪ বোতল এলএসডি, ৪ হাজার ৫৫২ কেজি ক্রিস্টাল মেথ আইস, ৪০ হাজার ৯০৭ পিস অনাগ্রা ট্যাবলেট ও পাতার বিড়ি এবং তামাক জাতীয় দ্রব্য রয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) সকালে বিজিবি-৩৩ ব্যাটালিয়ন সদর দফতরে এসব মাদকদ্রব্য বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক, বিজিবির খুলনা সেক্টর কমান্ডার মো. মেহেদী হাসান চৌধুরী, ৩৩ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. মাসুদ রানা, সাতক্ষীরা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী আরিফ আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক বিজয় কুমার মজুমদার প্রমুখ।

বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি হতে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সাতক্ষীরার ৫৪ কিলোমিটার সীমান্ত থেকে বিভিন্ন সময় বিজিবি অভিযান চালিয়ে ধ্বংসকৃত ওইসব মাদকদ্রব্য উদ্ধার করে ৩৩ ব্যাটেলিয়ন বিজিবি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top