ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নানি-নাতনির
প্রকাশিত:
১৯ আগস্ট ২০২৩ ২১:৫৯
আপডেট:
১৬ আগস্ট ২০২৫ ০৩:৩৫

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বিয়ের দাওয়াত খেদে এসে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনির মৃত্যু হয়েছে। শনিবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে পার্বতীপুর-দিনাজপুর রেল পথের নামাপাড়া রেল ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর ভূষিরবন্দর এলাকার মৃত মজিদের স্ত্রী মরজিনা বেগম (৬০) ও তার নাতনি আতিয়ার রহমানের মেয়ে সাথী (৬)।
স্থানীয়রা জানায়, হুগলীপাড়া গ্রামে বিয়ের দাওয়াত খেতে আসেন তারা। আজ সকালে তারা ঘুরতে বের হয়ে পার্বতীপুর-দিনাজপুর রেল পথের পৌর শহরের তিলাই নদীর ওপর রেল ব্রিজ অতিক্রম করছিল। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন ব্রিজের কাছে চলে আসে। এ সময় নানি মরজিনা বেগম ব্রিজ পার হলেও আটকা পড়ে নাতনি সাথী আক্তার। পরে নাতনিকে বাঁচাতে এগিয়ে এসে দুজনই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, ঘটনাস্থল দিনাজপুর রেলওয়ে থানার অধীনে হলেও আমরা মরদেহ উদ্ধার করেছি। প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: