কক্সবাজার সৈকতে ভেসে এলো মানুষের কঙ্কাল
প্রকাশিত:
৬ আগস্ট ২০২৩ ১৭:২৫
আপডেট:
১৪ আগস্ট ২০২৫ ০৬:৫৩

কক্সবাজার সমুদ্র সৈকতে ঢেউয়ের সঙ্গে মানুষের কঙ্কাল ভেসে এসেছে। রোববার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের ডায়াবেটিস পয়েন্টে কঙ্কালটি ভেসে আসে।
স্থানীয়রা জানান, সকালে জেলেরা সৈকতে মাছ শিকারে গেলে আবর্জনার সঙ্গে পরিত্যক্ত অবস্থায় একটি কঙ্কাল দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
ঘটনাস্থলে যাওয়া কক্সবাজার কক্সবাজার টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর গাজি মিজান জানান, স্থানীয় কয়েকজন জেলে সকালে মাছ শিকার করতে গেলে আবর্জনার সঙ্গে একটি কঙ্কাল দেখতে পেয়ে খবর দেন। ধারণা করা হচ্ছে এটি কোনো যুবকের কঙ্কাল। তবে এই কঙ্কাল কোথা থেকে এসেছে, কীভাবে মারা গেছে তা এখনো জানা যায়নি।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: