আটক ১
সাভারে নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
প্রকাশিত:
৩১ মে ২০২৩ ১৬:২০
আপডেট:
১২ আগস্ট ২০২৫ ২০:১২

সাভারের ব্যাংক কলোনী এলাকা থেকে ববিতা আক্তার (৩৫) নামে এক নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
বুধবার (৩১ মে) সকাল ৮ টার দিকে সাভারের ব্যাংক কলোনী অ্যাসেট স্কুল-২ সংলগ্ন রিতা ভিলার নিচতলার সিঁড়ির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ববিতা নেত্রকোণো জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক ব্যক্তির নাম প্রকাশ করেনি পুলিশ।
পুলিশ জানায়, ব্যাংক কলোনীর ওই বাড়ির নিচ তলার সিঁড়ির নিচে বস্তাবন্দী মরদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে ওই নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতের নাম ববিতা বলে জানা গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: