৯ ঘণ্টায় ১০৫ মিলিমিটার বৃষ্টি, যা বলছে আবহাওয়া অধিদপ্তর
প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৫
আপডেট:
২২ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২৩

বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী আজ সোমবার ৭ আশ্বিন। এই মাসে দেশের আবহাওয়া বেশ আরামদায়ক থাকে। আকাশে পেঁজা তুলার মতো মেঘ, নদীর পাড়ে কাশফুলের সমাহার, ভরদুপুরে কিছুটা ভ্যাপসা গরম, মধ্যরাতে হালকা ঠান্ডা— এটাই আশ্বিনের স্বাভাবিক আবহাওয়া।
কিন্তু রোববার সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের ঘোলাটে ছিল আকাশ। অনেকটা কুয়াশাচ্ছন্ন। সঙ্গে ছিল গুমোট ভাব। মধ্যরাত থেকে শুরু হয় ভারি বৃষ্টি। আকাশেও ছিল মেঘের গর্জন।
টানা কয়েক ঘণ্টা চলে এই বজ্রসহ বৃষ্টি। ভোর পর্যন্ত খানিকটা বিরতি। এরপর আকাশে আবারও জড়ো হতে থাকে ঘন কালো মেঘ। ভোরের আলো ফোটার পরপরই আবার ভারি বর্ষণ।
ভারি বৃষ্টিতে রাজধানীর পথঘাট জলমগ্ন। শহরের প্রধান সড়কগুলোসহ বিভিন্ন এলাকার অলিগলিতেও তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে সাতসকালেও যারা ঘর থেকে বের হয়েছেন তাদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী। সৃষ্টি হয়েছে যানজট। আশ্বিনে এমন মুষলধারে বৃষ্টি রাজধানীর কর্মব্যস্ত মানুষের কাছে অনেকটাই অচেনা-অপরিচিত।
আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত কেবল রাজধানী ঢাকাতেই বৃষ্টি হয়েছে ১০৫ মিলিমিটার। এর মধ্যে গত রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ৩৪ মিলিমিটার। এরপর সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৭১ মিলিমিটার।
মাত্র ৯ ঘণ্টায় এত বেশি বৃষ্টি হলেও এটিকে খুব একটা অস্বাভাবিক মনে বলে করছে না আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদদের সঙ্গে কথা বলে জানা গেছে, জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের হিসাবে বর্ষাকাল। এ সময় মৌসুমি বায়ুর প্রভাবে এ দেশে বৃষ্টিপাত হয়ে থাকে। গত আগস্ট মাসে সারা দেশে স্বাভাবিকের তুলনায় (৩৭৯ মিলিমিটার) ১ দশমিক ২ শতাংশ (৩৮৪ মিলিমিটার) বৃষ্টি হয়েছে। তবে সেপ্টেম্বরে বৃষ্টির মাত্রা স্বাভাবিকের চেয়ে এখনো কিছুটা কম রয়েছে।
আবহাওয়াবিদেরা জানান, দেশের দক্ষিণে সমুদ্র উপকূল ও ঢাকাসহ মধ্যাঞ্চলে বৃষ্টি কিছু হলে বৃষ্টি হলেও উত্তরাঞ্চলে বৃষ্টি বেশ কমই হচ্ছে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, গত রাত থেকে বৃষ্টি হয়েছে মৌসুমি বায়ুর প্রভাবে। কারণ মৌসুমি বায়ু সারা দেশেই সক্রিয় রয়েছে। তবে দক্ষিণাঞ্চলে সক্রিয়তা কিছুটা বেশি।
এই আবহাওয়াবিদ বলেন, সোমবার সারা দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে বৃষ্টি কমে আসবে। এরপর তাপমাত্রা কিছুটা বাড়বে।
তিনি বলেন, তবে মৌসুমি বায়ুর প্রভাবে আরও কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হবে। অক্টোবরের প্রথম সপ্তাহের দিকে মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর চলতি সেপ্টেম্বর মাসের পূর্বাভাসে জানিয়েছে, এ মাসে স্বাভাবিক বৃষ্টি হবে, যার পরিমাণ ৩১৯ মিলিমিটারের কিছুটা বেশি। তবে এ মাসে এখনো পর্যন্ত স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত কিছুটা কমই হয়েছে।
পূর্বাভাসে আরও জানানো হয়, এ মাসে বঙ্গোপসাগরে ২-৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি মৌসুমি লঘুচাপের পরিণত হতে পারে। একই সঙ্গে বিচ্ছিন্নভাবে দেশের কোথাও কোথাও ১-২ মৃদু তাপপ্রবাহ (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পরে। সব মিলিয়ে বৃষ্টি, উষ্ণতা আর হালকা ঠান্ডার মধ্য দিয়েই কাটবে এই সেপ্টেম্বর মাস।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: