মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর ২০২৫, ৯ই পৌষ ১৪৩২

Shomoy News

Sopno


প্রেক্ষাগৃহে জায়গা পেল না দেবের ‘প্রজাপতি ২’


প্রকাশিত:
২৩ ডিসেম্বর ২০২৫ ১৮:৩০

আপডেট:
২৩ ডিসেম্বর ২০২৫ ২১:১৮

ফাইল ছবি

কলকাতার রূপালি পর্দায় বড়দিন মানেই নতুন ছবির মেলা। এই উৎসবকে ঘিরে প্রতি বছরই টলিউডের বড় বাজেটের ছবিগুলো মুক্তি পায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। বড়দিন উপলক্ষ্যে মুক্তি পাচ্ছে সুপারস্টার দেব ও মিঠুন চক্রবর্তী অভিনীত আলোচিত ছবি ‘প্রজাপতি ২’। কিন্তু ছবি মুক্তির ঠিক আগ মুহূর্তে শুরু হলো বড় বিতর্ক।

কলকাতার জনপ্রিয় সিঙ্গল স্ক্রিন সিনেমা হলগুলোতে পোস্টার লাগানোর পরও শো পায়নি দেবের এই ছবি। ঘটনার সূত্রপাত দক্ষিণ কলকাতার একটি জনপ্রিয় সিঙ্গল স্ক্রিন হলকে কেন্দ্র করে। সেখানে দেখা যায়, হলের বাইরে ‘প্রজাপতি ২’ এবং কোয়েল মল্লিক অভিনীত ‘মিতিন মাসি’র পোস্টার পাশাপাশি শোভা পাচ্ছে।

কিন্তু প্রেক্ষাগৃহের শো তালিকায় দেবের ছবির কোনো জায়গা হয়নি। এতেই ক্ষুব্ধ হয়ে দেব সেই হলের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তবে সেখানে প্রতিদ্বন্দ্বী ছবি ‘মিতিন মাসি’র পোস্টারটি তিনি ঝাপসা (ব্লার) করে দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেব লিখেছেন, ‘এই বছর আমাকে অনেকে অনেক তকমা দিয়েছে। কেউ বলেছে মাফিয়া, তো কেউ মেগাস্টার। অথচ দেখুন, সিনেমা হলে আমার সিনেমার পোস্টার লাগার পরও ছবিটি জায়গা পায়নি। আশা করি সিনেমা হলের মালিকরা খুশি। কারণ তারা বাঁচলে বাংলা সিনেমা বাঁচবে। প্রতিটি বাংলা সিনেমা ভালো চলুক, বাংলা সিনেমার জন্য আমার লড়াই চলবেই।’

মূলত চলতি বছরের পূজা মৌসুমে দেবের প্রযোজনা সংস্থার ছবি ‘রঘু ডাকাত’ নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল। সে সময় অভিযোগ উঠেছিল, ক্ষমতার জোরে অন্য ছবির শো কমিয়ে দেব নিজের ছবিকে বেশি সুবিধা করে দিচ্ছেন।

সেই সূত্র ধরেই তাকে ‘সিনেমা মাফিয়া’ বলে কটাক্ষ করেছিলেন অনেকে। কিন্তু বড়দিনে এসে দেখা গেল উল্টো চিত্র। নিজের ছবি শো না পাওয়ায় সেই ‘মাফিয়ামন্তব্যের পাল্টা জবাব দিলেন দেব। তিনি নাম না নিলেও তার এই কটাক্ষ যে হল মালিক ও পরিবেশকদের দিকে, তা স্পষ্ট।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top