বিকৃত ছবি ফাঁসের হুমকি উরফিকে
প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৫ ১২:১২
আপডেট:
১০ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫০

সামাজিক মাধ্যমে বিভিন্ন ইস্যুতে নিয়মিত আলোচনায় থাকেন ভারতের বিতর্কিত মডেল উরফি জাভেদ। এবারের আলোচনার বিষয় তার বিকৃত ছবি। জনৈক ব্যক্তি উরফির ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
উরফির দাবি, ‘এক ব্যক্তি আমার ছবি বিকৃত করে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। শুধু যে হুমকি দিয়েছে তা না। একটি ছবি বিকৃত করে আমাকে এরইমধ্যে পাঠিয়েছে। আমি ভাবতে পারছি না উন্নত প্রযুক্তির এরা কীভাবে অপব্যবহার করছে।’
উরফি আরও বলেন, ‘আমি এরইমধ্যে আইনি পদক্ষেপ নেব। আমার মতো আরও যে নারীরা এই সমস্যার সম্মুখীন হয়েছেন তাদের বলব দয়া করে আপনারা এই পরিস্থিতিতে ভয় পাবেন না। আইনি পদক্ষেপ নেবেন। কারণ মনে রাখবেন এক্ষেত্রে আপনি সমস্যা না। এক্ষেত্রে সমস্যা হলো সেই ব্যক্তি যে আপনাকে সমস্যায় ফেলছে এই ভুল কাজের মাধ্যমে।’
উরফিকে নিয়ে আলোচনার উৎস-ই তার ব্যক্তিগত জীবন। কদিন আগে ঠোটের ফিলার্স সরিয়ে মুখ ফুলিয়ে ফেলেছিলেন। এরপর নিজের বিকৃত চেহারার ছবি নিজেই দিয়েছিলেন নেট মাধ্যমে। যা নিয়ে হয়েছিল প্রচুর চর্চা।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: