১১ বছরের প্রেম, বিয়ে করেছেন পল্লব
 প্রকাশিত: 
                                                ১৬ জানুয়ারী ২০২৪ ১৪:০৫
 আপডেট:
 ১৬ জানুয়ারী ২০২৪ ১৪:২০
                                                
                                        এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেতা পল্লব অনেকদিন হলো পর্দায় নেই। তাই আলোচনার টেবিলেও অনুপস্থিত। এবার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় এলেন তিনি। বিয়ে করেছেন পল্লব।
পাত্রী ওয়াহিদা রাহী ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার। পল্লবের সঙ্গে ১১ বছরের প্রেমের সম্পর্ক ছিল তার। প্রায় একযুগ প্রণয়ের পর গাঁটছড়া বেঁধেছেন তারা। গত বছরের ১৩ জুলাই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দুই পরিবারের সম্মতিতে বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা সেরেছেন বলে জানান পল্লব।
এদিকে ছেলে বিয়ে করায় আনন্দের সীমা নেই পল্লবের মায়ের। এ প্রসঙ্গে পল্লব বলেন, ‘ছেলের বউকে পেয়ে মা এখন খুব খুশি। মায়ের খুশিতেও আমিও খুশি।’
পল্লবের স্ত্রী রাহী বলেন, ‘এখন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমাদের ১১ বছরের প্রেম। অনার্স ফার্স্ট ইয়ার থেকে প্রেম করতেছি। বিয়ে তো করলাম মাত্র।’
রাহী জানান, ২০১২ সালে তাদের প্রথম পরিচয়। এরপর তারা একে অপরের সঙ্গে কথা বলতেন। রাহী বললেন, ‘আমি টুকটাক ফটোশুটের কাজ করতাম। পল্লবের সঙ্গেও একটা কাজ করেছি, নির্মাতা আশরাফুল আলম রিপন ভাইয়ের একটি বিজ্ঞাপনচিত্রে। এরপর ফোনে কথা বলতাম। আমাদের দেখাও হতো। ঘুরতে বের হতাম। একজন আরেকজনকে পছন্দ করতাম। যখন দেখলাম, পল্লব খুবই ভালো মানুষ, ভাবলাম আমার আগামী জীবনের মানুষ হিসেবে তাঁকেই চাই। ঠিক দুই বছর আগে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। এরপর দুই পরিবারের সঙ্গে কথা বলে গত বছর বিয়েটা করে ফেললাম।’
এদিকে সম্প্রতি কাজেও ফিরেছেন পল্লব। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নৌ-সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অভিযান নিয়ে ছবি নির্মিত হচ্ছে। ‘অপারেশন জ্যাকপট’ নামের এ ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে কাজ করছেন পল্লব।
সম্পর্কিত বিষয়:



                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: