রবিবার, ১৭ই আগস্ট ২০২৫, ২রা ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


শিক্ষা ক্যাডারে বৈষম্য নিরসনে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ


প্রকাশিত:
১৭ আগস্ট ২০২৫ ১৬:৫৬

আপডেট:
১৭ আগস্ট ২০২৫ ২০:৪০

ছবি ‍সংগৃহিত

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) শিক্ষা ক্যাডারে ম্যানেজমেন্ট বিভাগের মতো আনুপাতিক হারে আসন বণ্টনের দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের তিন বিভাগের শিক্ষার্থীরা।

রোববার (১৭ আগস্ট) দুপুরে অনুষদ থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভে অংশ নেয় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম), ইন্টারন্যাশনাল বিজনেস (আইবি) এবং অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ (ওএসএল) বিভাগের শিক্ষার্থীরা।

সমাবেশে ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের শিক্ষার্থী আশরাফুল ইসলাম বলেন, ৪৯তম স্পেশাল বিসিএসে ওএসএল বিভাগকে ম্যানেজমেন্ট বিভাগের সঙ্গে শিক্ষা ক্যাডার দেওয়া হয়েছিল। তখন আইবি ও টিএইচএম প্রক্রিয়াধীন অবস্থায় ছিল। কিন্তু ম্যানেজমেন্ট বিভাগের আন্দোলনের মুখে পিএসসি তাদের যৌক্তিক সিদ্ধান্ত বাতিল করে। অথচ আমাদের বিভাগের সঙ্গে বিজনেস ফ্যাকাল্টির অন্য বিভাগগুলোর প্রায় ৭০–৮০ শতাংশ কোর্সের মিল রয়েছে। তবুও আমরা বারবার বঞ্চিত হচ্ছি।

তিনি দুটি দাবি উত্থাপন করেন—

১. দেশের সব কলেজে আইবি, টিএইচএম ও ওএসএল বিভাগ চালু করতে হবে।

২. শিক্ষা ক্যাডারের আসনগুলোতে এই তিন বিভাগের শিক্ষার্থীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অর্থাৎ, ৭০–৮০ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে, আর বাকি ৩০ শতাংশ ম্যানেজমেন্টসহ অন্যান্য বিভাগের জন্য সংরক্ষিত থাকবে।

এ সময় আইবি বিভাগের শিক্ষার্থী মো. শাহিন মিয়া বলেন, আমরা ম্যানেজমেন্টসহ অন্যান্য বিভাগের সঙ্গে ৭০ শতাংশ মিল রেখে পড়াশোনা করি। তাই ন্যায্যতার ভিত্তিতে আসনগুলো উন্মুক্ত করতে হবে। আবেদন করার সুযোগটাই আমাদের অধিকার, যোগ্যতা প্রমাণ হবে পরীক্ষার মাধ্যমে।

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা উপাচার্য ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিনের কাছে স্মারকলিপি জমা দেন। পরবর্তী কর্মসূচি সম্পর্কে তারা জানান, একটি প্রতিনিধি দল শিগগিরই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) যাবে। দাবি না মানা হলে লাগাতার অবস্থান কর্মসূচি ও প্রয়োজনে অনশন কর্মসূচি পালন করা হবে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top