ভিসা জটিলতা ও ক্রেডিট ট্রান্সফার সমস্যা সমাধান জরুরি : ইউজিসি চেয়ারম্যান
প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫ ১৯:২৯
আপডেট:
১৮ জুলাই ২০২৫ ০২:০৫

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. ফায়েজ উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে হলে শিক্ষার্থীদের ভিসা জটিলতা এবং ক্রেডিট ট্রান্সফার সংক্রান্ত সমস্যা সমাধান করা অত্যন্ত জরুরি।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ইউজিসিতে অনুষ্ঠিত বাংলাদেশ ও মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা এবং নেটওয়ার্কিং বিষয়ে এক যৌথ সভায় তিনি এসব কথা বলেন।
ইউজিসি চেয়ারম্যান বলেন, মালয়েশিয়ায় অনেক বিশ্বমানের বিশ্ববিদ্যালয় রয়েছে, যেগুলো পশ্চিমা দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সমমানের শিক্ষা ও গবেষণা সেবা দিচ্ছে। তাদের (মালয়েশিয়ার) উচ্চশিক্ষা ও গবেষণায় সক্ষমতা রয়েছে। আরও বেশি সংখ্যক শিক্ষার্থী যাতে উভয় দেশে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পায় সেজন্য ক্রেডিট ট্রান্সফার ও ভিসা জটিলতা নিরসনসহ বিদ্যমান অন্যান্য সমস্যাগুলো সমাধান করা জরুরি।
তিনি বলেন, বাংলাদেশ এবং মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো ক্রমশ উন্নতি করছে এবং বিশ্বমানের শিক্ষা প্রদান করছে। উন্নতমানের গবেষণা পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ে সমৃদ্ধ ল্যাব এবং যোগ্য শিক্ষক রয়েছে। দেশ দুটির সংস্কৃতি ও মূল্যবোধেও মিল রয়েছে। উচ্চশিক্ষা ও গবেষণায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে দেশ দু’টির চমৎকার সুযোগ রয়েছে। ইউজিসি এক্ষেত্রে পূর্ণ সহযোগিতা প্রদান করবে বলে তিনি জানান।
এ সময় বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত সুহাদা ওসমান বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর একসাথে কাজ করার বহু সুযোগ রয়েছে। মালয়েশিয়া সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রদান করছে। দেশটিতে বিশ্ব র্যাংকিং-এ সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পাওয়া ৫টি বিশ্ববিদ্যালয় রয়েছে।
রাষ্ট্রদূত বলেন, জাতির চাহিদা পূরণ ও ভবিষ্যত শিক্ষা ব্যবস্থার উপযোগী মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল, প্রযুক্তি, ব্যবসাসহ বিভিন্ন বিষয়ে পাঠদান করা হচ্ছে। বাংলাদেশি শিক্ষার্থীরা মালয়েশিয়ার অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থায় পূর্ণ আস্থা রাখতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।
পরে বাংলাদেশি শিক্ষক-শিক্ষার্থী এবং গবেষকদের অধ্যয়ন, গবেষণা, পড়াশোনা এবং পাঠদানের অধিকতর সুযোগ সৃষ্টির লক্ষ্যে মালয়েশিয়ার ৫টি বিশ্ববিদ্যালয় ও ইউজিসি পৃথক সমঝোতা স্মারকে সই করে।
এ সময় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান ও প্রফেসর ড. মাছুমা হাবিব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ ছাড়া, দেশের ৫২টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ইউজিসির পরিচালক, রেজিস্ট্রার, আন্তর্জাতিক সহযোগিতা ডেস্কের পরিচালকবৃন্দ, এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেস এবং মালয়েশিয়ার ১৭টি বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: