বুধবার, ৬ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


দেশে স্বর্ণ ও রুপার আজকের বাজারদর


প্রকাশিত:
৬ আগস্ট ২০২৫ ১০:৩৩

আপডেট:
৬ আগস্ট ২০২৫ ১৩:৪৮

ছবি সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ সমন্বয় করা দাম অনুযায়ী, নতুন দরেই স্বর্ণ বিক্রি হচ্ছে। একইসঙ্গে রুপার দাম অপরিবর্তিত থাকলেও, সেটিও বিক্রি হচ্ছে পূর্বঘোষিত সর্বশেষ দামে।

বাজুস সর্বশেষ গত ২৪ জুলাই রাতে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয়। সে সময় প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) ১ হাজার ৫৭৪ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে, ২৩ জুলাই স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল ঠিক একই পরিমাণে—১ হাজার ৫৭৪ টাকা।

আজকের স্বর্ণের বাজারদর বুধবার (৬ আগস্ট)— ২২ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা, ২১ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ১ হাজার ৪০ হাজার ৪০০ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকা।

বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে এই মজুরিতে পরিবর্তন আসতে পারে।

২৪ জুলাইয়ের দাম (কমানোর আগের সর্বোচ্চ দর) ২২ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা, ২১ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৩০২ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৪১ হাজার ৬৮৩ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ১৭ হাজার ২২৩ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত ৪৫ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ২৯ বার দাম বাড়ানো হয়েছে, আর ১৬ বার দাম কমানো হয়েছে। এর আগে, ২০২৪ সালে সমন্বয় হয়েছিল মোট ৬২ বার, যার মধ্যে ৩৫ বার দাম বাড়ানো এবং ২৭ বার কমানো হয়েছিল।

এদিকে রুপার দামে কোনো পরিবর্তন না আনলেও, এটি বিক্রি হচ্ছে আগের নির্ধারিত দামে, অর্থাৎ বাজারে ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট রুপা প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট রুপা প্রতি ভরি ২ হাজার ২৯৮ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ১ হাজার ৭২৬ টাকায় বিক্রি হচ্ছে।

উল্লেখ্য, স্বর্ণের দামে প্রায় প্রতি সপ্তাহেই ওঠানামা হলেও, রুপার দামে দীর্ঘদিন ধরে স্থিতিশীলতা দেখা যাচ্ছে। বাজুসের মতে, আন্তর্জাতিক বাজার এবং দেশীয় চাহিদা অনুযায়ী এই দাম সমন্বয় করা হয়ে থাকে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top