৫ দিনে ইসলামী ব্যাংকের শেয়ারের দাম বাড়ল ১৬৯০ কোটি টাকা
প্রকাশিত:
৫ জুলাই ২০২৫ ১৫:০১
আপডেট:
৫ জুলাই ২০২৫ ১৯:০৯

ইসলামী ব্যাংকের ঋণ কেলেঙ্কারি, ১০ কর্মকর্তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা
বাজারে এবার দাপট দেখিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ঊর্ধ্বমুখী বাজারে গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসে ইসলামী ব্যাংকের শেয়ার দাম বেড়েছে ৩১ দশমিক ২৫ শতাংশ। টাকার অংকে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ১০ টাকা ৫০ পয়সা। এতে এক সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে বেড়েছে ১ হাজার ৬৯০ কোটি ৪৯ লাখ ২ হাজার টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৪৪ টাকা ১০ পয়সা, যা আগের সপ্তাহের শেষে ছিল ৩৩ টাকা ৬০ পয়সা।
গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসেই দেশের শেয়ারবাজারে ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে। এতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।
এক শ্রেণির বিনিয়োগকারীদের কাছে এই কোম্পানিটির শেয়ার বিনিয়োগের ক্ষেত্রে আগ্রহের শীর্ষে চলে আসে। এতে সপ্তাহজুড়ে দাম বেড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে কোম্পানিটির শেয়ার।
গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৫৭টির স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে দাম কমেছে ১০৩টির। আর ৩৬টির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ লেনদেনে অংশ নেওয়া ৬৪ দশমিক ৯০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।
শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটি ১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। সর্বশেষ ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগে ২০২২ সালে ১০ শতাংশ নগদ, ২০২১ সালে ১০ শতাংশ নগদ, ২০২০ সালে ১০ শতাংশ নগদ এবং ২০১৯ সালেও ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি।
কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৬০ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬৬৮টি। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে দশমিক ১৮ শতাংশ আছে। বাকি শেয়ারের মধ্যে ৭ দশমিক ১১ শতাংশ আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৭৪ দশমিক ৮২ শতাংশ এবং বিদেশিদের কাছে ১৭ দশমিক ৮৯ শতাংশ শেয়ার আছে।
ইসলামী ব্যাংকের পরে গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল এসইএমএল লেকচার ইক্যুইটি মিউচুয়াল ফান্ড। সপ্তাহজুড়ে এই ফান্ডটির দাম বেড়েছে ২০ দশমিক ৭২ শতাংশ। ২০ শতাংশ দাম বাড়ার মাধ্যমে পরের স্থানে রয়েছে রূপালী ব্যাংক।
এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- ইউনিয়ন ক্যাপিটালের ১৯ দশমিক শূন্য ৫ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ১৫ দশমিক ৩২ শতাংশ, মেঘনা পেটের ১৪ দশমিক ৯৩ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ১৪ দশমিক ৪২ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্সের ১২ দশমিক ৫০ শতাংশ এবং ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের ১২ দশমিক ১০ শতাংশ, ন্যাশনাল ফিডের ১২ দশমিক ৮৭ শতাংশ দাম বেড়েছে।
ডিএম /সীমা
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: