যশোরে বোমা বানানোর সময় বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু
 প্রকাশিত: 
                                                ১৫ সেপ্টেম্বর ২০২১ ১৮:০৫
 আপডেট:
 ২৬ অক্টোবর ২০২৫ ২২:২৯
                                                
 
                                        যশোরের অভয়নগর এলাকার একটি বাসায় বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে শফিকুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোমবার (১৩ সেপ্টেম্বর) বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
অভয়নগর থানার পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এবি আইয়ুব আলী জানান, সোমবার অভয়নগর থানার রাজঘাট এলাকায় নিজ বাসায় বোমা তৈরি করার সময় বোমা বিস্ফোরণ হলে গুরুতর আহত হন শফিকুল। পরে আমরা খবর পেয়ে দ্রুত তার বাসায় গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, শফিকুলের বিরুদ্ধে অভয়নগর থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, যশোরের অভয়নগর থানার রাজঘাট এলাকা থেকে বোমা বিস্ফোরণে আহত শফিকুলকে ঢামেকে নিয়ে আসা হয়। রাতেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, শফিকুল যশোরের অভয়নগর থানার বিস্ফোরক দ্রব্য আইন অস্ত্র মামলার এজাহারভুক্ত আসামি।
সম্পর্কিত বিষয়:



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: