বাসদ নেতা টুটুলের লাশ উদ্ধার
 প্রকাশিত: 
                                                ১২ সেপ্টেম্বর ২০২১ ২১:৩৭
 আপডেট:
 ২৬ অক্টোবর ২০২৫ ২২:২৯
                                                
 
                                        খাগড়াছড়িতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় নেতা কমরেড জাহেদ আহমেদ টুটুলের (৬০) লাশ উদ্ধার হয়েছে।
রোববার (১২ সেপ্টেম্বর) সকালে মাটিরাঙা উপজেলার ‘সাপমারা-ব্যাঙমারা’ এলাকার মাঝামাঝি একটি সেতুর নিচ থেকে ওই নেতার লাশ উদ্ধার করা হয়।
কমরেড জাহেদ আহমেদ টুটুল পেশায় কৃষিজীবী এবং কমরেড শুভ্রাংশু চক্রবর্তীর নেতৃত্বাধীন বাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। তিনি মাটিরাঙা পৌরসভার ৫নং ওয়ার্ডের বাবুপাড়ার বাসিন্দা। তার একটি মেয়ে রয়েছে। বছর দশেক আগে স্ত্রীর সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
কমরেড টুটুলের ঘনিষ্ঠজন এবং ব্যবসায়ী-সমাজকর্মী পলাশ চৌধুরী জানান, জাহেদ আহমেদ টুটুল তার আরেক রাজনৈতিক সহকর্মী ডা. সুশান্ত বড়ুয়াকে সঙ্গে নিয়ে খাগড়াছড়ি শহরে যান। গতকাল শনিবার সন্ধ্যার দিকে মোটরসাইকেলে তিনি একা মাটিরাঙার বাড়ির উদ্দেশে রওনা দেন। তবে রাতে তিনি বাসায় না ফেরায় তার স্বজনরা তাকে খুঁজতে থাকেন।
পর দিন রোববার সকালে মাটিরাঙা উপজেলার সদর ইউনিয়নের ‘সাপমারা-ব্যাঙমারা’ এলাকার মাঝামাঝি একটি সেতুর নিচে মোটরসাইকেলসহ তার লাশ পাওয়া যায়।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আব্দুল আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্পর্কিত বিষয়:



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: