বগুড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত
 প্রকাশিত: 
                                                ৩ সেপ্টেম্বর ২০২১ ১৭:৪৮
 আপডেট:
 ২৬ অক্টোবর ২০২৫ ২২:২৯
                                                
 
                                        বগুড়ার শাজাহানপুরে অজ্ঞাতনামা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাজ কুমার দেবনাথ (৩৬) নামে এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। নিহত রাজ কুমার দেবনাথ বগুড়া আদমদীঘির সান্তাহার পৌরসভার তারাপুর গ্রামের বাদল কুমার দেবনাথের ছেলে।
শুক্রবার (০৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার সাজাপুর টিএমএসএস ফিলিং স্টেশনের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
শাজাহানপুর থানার এসআই মো. শাহিন জানান, রাজ কুমার দেবনাথ সান্তাহার নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে সাজাপুর টিএমএসএস পাম্পের সামনে একটি অজ্ঞাতনামা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সম্পর্কিত বিষয়:



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: