খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হওয়া সেই যুবকের মৃত্যু
প্রকাশিত:
৩ জানুয়ারী ২০২৬ ১৩:১৬
আপডেট:
৩ জানুয়ারী ২০২৬ ২১:৫০
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়া মনিরুজ্জামান তুহিন (৪০) মারা গেছেন।
গতকাল শুক্রবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত তুহিন যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের বাসিন্দা ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু।
আসাদুজ্জামান মিন্টু জানান, তুহিন বিএনপির একজন একনিষ্ঠ সমর্থক ছিলেন। তিনি দীর্ঘদিন প্রবাসে কাটিয়েছেন। তার কোনো দলীয় পদ না থাকলেও বেগম খালেদা জিয়ার প্রতি ছিল অগাধ ভালোবাসা। সেই টানেই তিনি ঢাকায় জানাজায় অংশ নিতে গিয়েছিলেন। সেখানে ভিড়ের মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শুক্রবার ভোর ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সম্পর্কিত বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন: