শনিবার, ২৭শে ডিসেম্বর ২০২৫, ১৩ই পৌষ ১৪৩২

Shomoy News

Sopno


১৪ ঘণ্টায়ও স্বাভাবিক হয়নি দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরি চলাচল


প্রকাশিত:
২৭ ডিসেম্বর ২০২৫ ১০:২৬

আপডেট:
২৭ ডিসেম্বর ২০২৫ ১২:৪০

ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় টানা ১৪ ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ রয়েছে ফেরি চলাচল।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও যানবাহনের চালকেরা।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা নামার আগেই কুয়াশা পড়তে শুরু করে। সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে নৌ দুর্ঘটনা এড়াতে এইনৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, শুক্রবার বিকেল থেকেই নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। সন্ধ্যার পর থেকে ঘনত্ব আরও বেড়ে যায়। সন্ধ্যা ৭টার দিকে কুয়াশা এতটাই তীব্র হয় যে, নৌপথের মার্কিং বাতিগুলো সম্পূর্ণ অস্পষ্ট হয়ে পড়ে। সম্ভাব্য নৌদুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

কুয়াশার ঘনত্ব কমে নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক হলে পরিস্থিতি বিবেচনায় ফেরি চলাচল পুনরায় চালু করা হবে বলে জানান তিনি।

এদিকে ব্যস্ততম এ নৌরুটে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনেরযানবাহন আটকা পড়ে আছে। অনেক যাত্রী বাধ্য হয়ে বিকল্প নৌরুট ব্যবহার করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top