শনিবার, ২৫শে অক্টোবর ২০২৫, ১০ই কার্তিক ১৪৩২

Shomoy News

Sopno


রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী ও গৃহশিক্ষককে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন


প্রকাশিত:
২৫ অক্টোবর ২০২৫ ১৬:২৬

আপডেট:
২৫ অক্টোবর ২০২৫ ২০:০৩

ফাইল ছবি

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়ায় পরকীয়ার অভিযোগে এক প্রবাসীর স্ত্রী এবং গৃহশিক্ষককে খুঁটির সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহত গৃহশিক্ষককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও তার খোঁজ মিলছে না। সেই সাথে ওই গৃহবধূরও খোঁজ মিলছে না।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালুখালী উপজেলার হরিণবাড়িয়া গ্রামের সমসের একই এলাকার এক প্রবাসীর বাড়িতে গৃহশিক্ষক হিসেবে প্রাইভেট পড়ানোয় প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। শুক্রবার বিকেল ৪টার দিকে সমসের ওই বাড়িতে প্রবেশ করলে স্থানীয় লোকজন গৃহবধূর ঘর থেকে তাদের আটক করে বারান্দার খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করেন। এতে গৃহশিক্ষক সমসের গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে একটি ভ্যানে তুলে দ্রুত কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। খবর পেয়ে কালুখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনার পর গৃহবধূ ও শিক্ষকের কোনো খোঁজ মিলছে না। সেই সাথে নির্যাতনের ঘটনায় জড়িতরা পলাতক রয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম ছড়িয়ে পড়া ২ মিনিট ২৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি টিনশেড ঘরের বন্ধ দরজার সামনে দুই-তিনজন কিশোর দরজায় কড়া নাড়ছে। ভেতর থেকে নারী কণ্ঠে কে কে জানতে চাইলে বাইরে অপেক্ষমাণ কিশোররা আমরাই বলে সাড়া দেয়। দরজা খোলামাত্র মধ্যবয়সী এক ব্যক্তি ঘরের ভেতর প্রবেশ করে। অল্প বয়সী গৃহবধূ এবং এক যুবক ঘর থেকে বের হওয়া মাত্র তাদের সাথে খারাপ আচরণ শুরু করে। এ সময় ওই নারীকে আগত ব্যক্তিদের সঙ্গে উচ্চস্বরে কথা বলতে দেখা যায়। আগতরা ঘর থেকে বের হওয়া যুবককে ধরে অন্যত্র নেওয়ার চেষ্টা করলে গৃহবধূ বাধা দেওয়ার চেষ্টা করেন। পরে আগতদের উদ্দেশ্যে গৃহবধূকে গালমন্দ করতে শোনা যায়।

৪ মিনিট ৩০ সেকেন্ডের আরেকটি ভিডিওতে দেখা যায়, ওই ঘরের বারান্দার বাঁশের খুটির সঙ্গে গৃহবধু এবং যুবকের দুই হাতসহ কোমরে রশি দিয়ে বেধে রাখা হয়েছে। বেধে রাখা যুবককে অনেকটা অসুস্থ অবস্থায় থাকতে দেখা যায়। রিপন নামের মধ্য বয়সী এক ব্যক্তিকে আহত যুবককে ধরে রাখতেও দেখা যায়। উপস্থিত অন্তত অর্ধশত মানুষের মধ্যে কিশোরী ও যুবকদের অনেককে গৃহবধূর মাথার কাপড় সরিয়ে ফেলতে দেখা যায়।

ভিডিও ধারণকারী ব্যক্তি এক কিশোরকে ঘটনা সম্পর্কে বলতে বললে ওই কিশোর বলে, ‘আমরা বাইরে বসে ছিলাম। এ সময় স্যার ঘরের ভেতর ঢুকে। বাইরে কেউ আছে কি না জানালা খুলে তিনি উঁকি দিয়ে দেখেন। কিছুক্ষণ পর দরজা খুলতে বললে না খোলায় আমরা ঘরের ভেতর থেকে তাদের বাইরে বের করে আনি।’

ভিডিওতে কয়েকজনকে বলতে শোনা যায়, আটককৃত যুবকের নাম সমসের। তিনি ওই বাড়ির একজন গৃহশিক্ষক। গৃহবধূর স্বামী বিদেশে থাকায় তাদের সন্তানকে সমসের প্রাইভেট পড়াতেন। প্রাইভেট পড়ানোর সময় প্রবাসীর স্ত্রীর সঙ্গে সমসেরের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে।

কালুখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top