বৃহঃস্পতিবার, ২৮শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ-প্রকৌশল শিক্ষার্থীরা, থমথমে পরিস্থিতি


প্রকাশিত:
২৭ আগস্ট ২০২৫ ১৬:৫৪

আপডেট:
২৭ আগস্ট ২০২৫ ১৭:০৮

ছবি ‍সংগৃহিত

তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের আউট গেটে অবস্থান নেয় প্রকৌশল শিক্ষার্থীরা। অন্যদিকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ।

এর আগে পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে তিন দফা দাবি আদায়ে বেলা ১১টায় শাহবাগ দখল করে প্রকৌশলের শিক্ষার্থীরা। সেখান থেকে দুপুর দেড়টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার সময় সাউন্ড গ্রেনেড, কাঁদানেগ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এতে ১০জন শিক্ষার্থীসহ বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছে।

শিক্ষার্থীদের দাবি, ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top