গরমে হাঁসফাঁস জনজীবন, পাঁচ বিভাগে সুখবর
 প্রকাশিত: 
                                                ৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৩
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৯:১৭
                                                
                                        বিগত কয়েক দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তবে ঢাকাসহ দেশের ৫ বিভাগে তাপমাত্রা কমতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। একইসঙ্গে দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
তবে আবহাওয়া অফিস বলছে, সোমবার (৮ সেপ্টেম্বর) রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা কমতে পারে। এছাড়া, দেশের অন্যান্য বিভাগে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর সারাদেশে আজ রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সংস্থাটি বলছে, আগামী বুধবার সন্ধ্যা পর্যন্ত সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এর পরের ২৪ ঘণ্টা সারাদেশে কমতে পারে তাপমাত্রা।
এদিকে আবাহওয়া অফিস আরও বলছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে দেশের সব বিভাগে আগামী কয়েক দিন অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
সম্পর্কিত বিষয়:



                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: