আজ ঢাকার বাতাস ‘সহনীয়’, দূষণের শীর্ষে কিনশাসা
 প্রকাশিত: 
                                                ৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:০০
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৯:১৭
                                                
                                        বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা (স্কোর ১৬৭)। এদিকে ২৪তম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী শহর ঢাকা, স্কোর ৭৩। যা ‘মাঝারি বা ‘সহনীয়’ হিসেবে বিবেচনা করা হয়।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার থেকে এসব তথ্য জানা গেছে।
আইকিউএয়ারের দেওয়া তথ্যে দেখা যায়, দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা শহর। সেখানের বায়ুর স্কোর ১৬৭। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয় স্কোর ১৬৪)। ১৫৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কামপালা। চতুর্থ স্থানে রয়েছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা, স্কোর ১৫৩।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।
আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
সম্পর্কিত বিষয়:



                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: