আ.লীগে যোগ দিলো বিএনপির ২ হাজার নেতাকর্মী
প্রকাশিত:
২৮ জুন ২০২২ ২০:৪২
আপডেট:
১৯ আগস্ট ২০২২ ১৯:৪৩

কিশোরগঞ্জের ভৈরবে বিএনপির অন্তত দুই হাজার নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৮ জুন) বিকালে উপজেলার শ্রীনগর হাইস্কুল মাঠে এক জনসভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নাজমুল হাসান পাপন। সভায় সভাপতিত্ব করেন শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল বাশার।
অনুষ্ঠানে স্থানীয় ঠিকাদার ভৈরব পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি সেলিম মিয়ার নেতৃত্বে দলটির অন্তত দুই হাজার নেতাকর্মী ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগ দেন।
আপনার মূল্যবান মতামত দিন: