১৬ জুলাই থেকে শুরু বিএনপির সাংগঠনিক কার্যক্রম
প্রকাশিত:
২৫ জুন ২০২০ ১৮:৩৬
আপডেট:
২ আগস্ট ২০২৫ ০৪:১২

আসছে ১৬ জুলাই থেকে সীমিত পরিসরে দলের সাংগঠনিক কার্যক্রম চালু করার ঘোষণা দিয়েছে বিএনপি।
বুধবার রাতে এক বিবৃতিতে সংগঠনটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীর পরিপ্রেক্ষিতে বিএনপির সাংগঠনিক কার্যক্রম, সাংগঠনিক গঠন ও পুনর্গঠন কার্যক্রম ২৫ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছিল। এই স্থগিতাদেশ আগামী ১৫ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত স্বাস্থ্যসুরক্ষা বিধি এবং সামাজিক দূরত্ব বিধি অনুসরণ করে দলের সাংগঠনিক কার্যক্রম, সাংগঠনিক গঠন ও পুনর্গঠন কার্যক্রম আগামী ১৬ জুলাই থেকে পর্যায়ক্রমে সীমিত আকারে শুরু করা হবে।
৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস ধরা পড়ে। ১৮ মার্চ প্রথম মৃত্যু হয় করোনায়। গত ২২ মার্চ বিএনপির পক্ষ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দলের সাংগঠনিক কার্যক্রম স্থগিতের কথা জানানো হয়। পর্যায়ক্রমে ২৫ মে, ২৫ জুন এবং ২৫ জুলাই পর্যন্ত স্থগিত রেখে সীমিত পরিসরে কার্যক্রম শুরুর ঘোষণা দিল দলটি। তবে করোনা পরিস্থিতিতে মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে গেছে বিএনপি।
আপনার মূল্যবান মতামত দিন: