শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


মোহাম্মদ নাসিম ‘ডিপ কোমায়’


প্রকাশিত:
৭ জুন ২০২০ ১৫:০৭

আপডেট:
৭ জুন ২০২০ ১৭:৩১

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ফাইল ছবি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের জীবন সংকটাপন্ন, তিনি ‘ডিপ কোমায়’ আছেন বলে জানিয়েছেন বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক ডাক্তার কনক কান্তি বড়ুয়া। রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাতে ব্রেন স্ট্রোক করেন মোহাম্মদ নাসিম। এরপর মস্তিষ্কে রক্তক্ষরণ হলে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের পর তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়।

গতকাল শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া গণমাধ্যমে বলেন, ‘এক কথায় ওনার অবস্থা ভেরি ক্রিটিক্যাল কন্ডিশন, সংকটাপন্ন। আমরা বিকাল ৫টার সময় ওনার শারীরিক অবস্থা দেখেই রিভিউ করছি। ওনার জ্ঞান নাই, তিনি ডিপ কোমায় আছেন।’

মোহাম্মদ নাসিম শ্বাসকষ্ট ও রক্তচাপজনিত সমস্যা নিয়ে ১ জুন রাজধানীর স্পেশাইজড হাসপাতালে ভর্তি হন। ওই দিনই তাঁর করেনাভাইরাস শনাক্ত হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাতে হাসপাতালের আইসিইউতে ব্রেন স্ট্রোক হয় মোহাম্মদ নাসিমের। পরে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন বিভাগের প্রধান প্রফেসর ডা. রাজিউল হকের নেতৃত্বে শুক্রবার তাঁঁর সফল অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে থাকা নাসিমের শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। ওই বোর্ডে আছেন উপাচার্য কনক কান্তি বড়ুয়া।

মোহাম্মদ নাসিমের ছেলে সাবেক সংসদ সদস্য তানভির শাকিল জয় শনিবার জানিয়েছেন, তার বাবার অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ভেন্টিলেশনে রয়েছেন। ৭২ ঘণ্টা পার হলে চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

জয় আরও বলেন, ‘এখন মূল বিষয় হলো আব্বার ব্লাড প্রেশার আর হার্টরেট যেন নরমাল থাকে এই জন্য চিকিৎসকরা চেষ্টা করে যাচ্ছেন। এভাবে যদি আর দুইদিন কেটে যায় তারপরে হয়তো আব্বা রিকভারি করতে পারবে। সবার কাছে একটু দোয়া চাই। দেশবাসীর কাছে আব্বার জন্য দোয়া চাই।’

মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্রও তিনি। ২০১৪ সালের সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান মোহাম্মদ নাসিম। এর আগে ১৯৯৬–২০০১ সালের আওয়ামী লীগ সরকারের সময় একাধিক মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top