রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫, ৪ঠা কার্তিক ১৪৩২

Shomoy News

Sopno


দুর্নীতি না থাকলে আজ দেশ সিঙ্গাপুর হতো : শিবির সেক্রেটারি


প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২৫ ১৭:৫২

আপডেট:
১৯ অক্টোবর ২০২৫ ২০:৩৩

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, দুর্নীতি না থাকলে আজ দেশ সিঙ্গাপুর হতো। দেশে কোটি কোটি টাকা দুর্নীতি হয়, কিন্তু মানবসম্পদ উন্নয়নের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয় না। অধিকার আদায়ের জন্য অনেকে জীবন দিচ্ছে, অথচ জাতি গঠনের কারিগর শিক্ষকদের ন্যূনতম সুযোগ-সুবিধাও দেওয়া হয় না।

রোববার (১৯ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন (ফিজিক্যালি চ্যালেঞ্জড) শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিবির সেক্রেটারি বলেন, শিক্ষাক্ষেত্রে বাজেট বরাদ্দ বাড়াতে হবে, যাতে গবেষণা ও শিক্ষা খাতে গুণগত উন্নতি সম্ভব হয়। পাশাপাশি সমাজে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও নৈতিকতা চর্চা বাড়াতে হবে। দেশের উন্নয়নের জন্য মানবসম্পদকে যথাযথভাবে কাজে লাগানো জরুরি। এখন ব্যাংক ডাকাতি করতে বন্দুক ধরতে হয় না- যে ব্যাংক খোলে, সেই-ই টাকা লুটে নেয়। রাজনীতিবিদদের দিয়ে দেশের উন্নতি সম্ভব নয়।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক মো. তৌহিদ হোসাইন বলেন, ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি এখনও ভিন্ন। আমরা তাদের নিয়ে খুব কম ভাবি। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের এই আয়োজনে অংশ নিতে পেরে আমি আনন্দিত।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আপনারা যদিও সমাজে অবহেলিত, কিন্তু আখিরাতে আপনাদের মর্যাদা হবে সর্বোচ্চ। আপনাদের জন্য বিচারও সহজ হবে।

বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন (ফিজিক্যালি চ্যালেঞ্জড) ৩৫ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top