সোমবার, ২০শে অক্টোবর ২০২৫, ৫ই কার্তিক ১৪৩২

Shomoy News

Sopno


‘রাজনীতি নিষিদ্ধ’ চমেকে ছাত্রদলের কমিটি


প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩০

আপডেট:
২০ অক্টোবর ২০২৫ ১০:৩৮

ফাইল ছবি

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্র-শিক্ষক ও কর্মকর্তাদের রাজনীতি নিষিদ্ধ রয়েছে। তারপরও সেখানে আনুষ্ঠানিকভাবে কমিটি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। যদিও চমেক অধ্যক্ষের দাবি, কমিটি হলেও ক্যাম্পাসে ছাত্রদলের দৃশ্যমান কার্যক্রম নেই। যদি কোনো ছাত্র সংগঠন ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।

গত ২৪ সেপ্টেম্বর ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সই করা এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি করা হয়েছে হাসিবুল হাবিবকে, সাধারণ সম্পাদক করা হয়েছে শাফায়েত হোসেন শিশিরকে। তাদেরকে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য কেন্দ্র থেকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই ২০২৪ সালের ১০ আগস্ট মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ছাত্র-শিক্ষক ও কর্মকর্তাদের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় চমেক প্রশাসন।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, ২০২১ সালের ৩ মার্চ একাডেমিক কাউন্সিলের সভার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত অনুযায়ী কলেজ ক্যাম্পাসে সুষ্ঠু ও সুশৃংখল পরিবেশ বজায় রাখার লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যাপ্ত চমেক ও সংশ্লিষ্ট এলাকায় সব সভা-সমাবেশ, মিছিল, স্লোগান ইত্যাদি সম্পূর্ণরূপে নিষিদ্ধ হয়েছিল। ২০২৪ সালের ১০ আগস্ট অনুষ্ঠিত জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী মেডিকেল কলেজের শিক্ষার্থী ও শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক ও অন্যান্য সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা নিষিদ্ধ করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে চট্টগ্রাম মেডিকেল কলেজের বিধান অনুযায়ী শাস্তি প্রদান করা হবে।’

পরে ওই বছরের ১৮ নভেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিনের সই করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, চমেকের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে— ২০২১ সালের ৩ মার্চ থেকে চমেক অ্যাকাডেমিক কাউন্সিলের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক কলেজ ক্যাম্পাসে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার লক্ষ্যে ক্যাম্পাস, ছাত্রাবাস-ছাত্রীনিবাস ও তৎসংলগ্ন এলাকায় সব প্রকার সভা-সমাবেশ, মিছিল, স্লোগান ইত্যাদি নিষিদ্ধকরণসহ রাজনৈতিক পোষ্টার, ব্যানার, দেয়ালিকা, চিকা ইত্যাদির ওপর পূর্ণ নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজের সংশ্লিষ্ট সবাইকে এ সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন এবং এর যথাযথ বাস্তবায়নের জন্য অনুরোধ করা হলো।

এ বিষয়ে চমেক ছাত্রদলের নতুন কমিটির সভাপতি হাসিবুল হাবিব ঢাকা পোস্টকে বলেন, চমেকে কাগজে-কলমে রাজনীতি নিষিদ্ধ হলেও সব সংগঠনেরই সাংগঠনিক কার্যক্রম অব্যাহত আছে। সেক্ষেত্রে হয়তো কেউ নিজেদের ব্যানারে কর্মসূচি পালন করছে না। তবে আমরা নিজেদের পরিচয়ে রাজনীতি করতে চাই। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। ৫ আগস্টের পর ক্যাম্পাসগুলোতে ইতিবাচক রাজনীতি শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা চমেকে রাজনীতি করতে চাই। এখন ক্যাম্পাস বন্ধ। খুললে আমরা অধ্যক্ষের কাছে রাজনীতি নিষিদ্ধের ঘোষণা বাতিলের দাবি জানাব।

চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। কোনো সংগঠনের প্রকাশ্য কার্যক্রম নেই। ছাত্রদলের কমিটি ঘোষণার বিষয়টি আমরা জেনেছি। তবে তাদের প্রকাশ্যে কোনো কার্যক্রম নেই। যদি পরিচালনা করে, তবে আমরা আইনগত ব্যবস্থা নেব।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top