বুধবার, ৩০শে জুলাই ২০২৫, ১৪ই শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


আশুলিয়ায় একই দিনে এনসিপি ও বিএনপির কর্মসূচি, বাড়তি পুলিশ মোতায়েন


প্রকাশিত:
২৯ জুলাই ২০২৫ ১৭:০১

আপডেট:
৩০ জুলাই ২০২৫ ০৫:৩৪

ছবি সংগৃহীত

সাভারের আশুলিয়ায় আগামীকাল জাতীয় নাগরিক পার্টির (এনপিসি) পদযাত্রা ও সমাবেশ এবং বিএনপির জনসভা অনুষ্ঠিত হবে। একই দিনে এনসিপির পদযাত্রা ও সমাবেশ এবং বিএনপির জনসভা ঘিরে উভয় দলেরই স্থানীয় নেতাকর্মীরা প্রস্তুতি নিয়েছে। স্বল্প দূরত্বে দুই দলের প্রোগ্রাম ঘিরে নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে বিএনপির ঢাকা জেলা সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম আশুলিয়ার দারুল ইহসান মাদরাসার মাঠে জনসভা ও এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সেজুতি হোসাইন আশুলিয়ার বাইপাইলে থেকে পদযাত্রা ও সমাবেশ হবে বলে নিশ্চিত করেছেন।

বিএনপি নেতা মো. খোরশেদ আলম ঢাকা পোস্টকে বলেন, আশুলিয়ায় আগামীকাল বিকেল ৩টার দিকে দারুল ইহসান মাদরাসার মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থানীয় কমিটি’র সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির স্থায়ী কমিটি, জেলা ও উপজেলাসহ সব পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

অপরদিকে এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সেজুতি হোসাইন ঢাকা পোস্টকে বলেন, আগামীকাল নরসিংদীতে বেলা ১১টায় প্রোগাম করা হবে। এরপরে বিকেল ৫টায় আশুলিয়ার বাইপাইলে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই পদযাত্রা ও সমাবেশকে সফল করার জন্য দলীয় নেতাকর্মীরা প্রস্তুতি নিয়েছে। এদিন উপস্থিত থাকবে দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

এদিকে দুই দলের সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঢাকা পোস্টকে বলেন, আগামীকাল এনসিপির পদযাত্রা ও বিএনপির জনসভা অনুষ্ঠিত হবে। সে কারণে আইনশৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এসএন /সীমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top