রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


খুনি মাজেদের ফাঁসিতে দেশবাসী আনন্দিত: নাসিম


প্রকাশিত:
১৩ এপ্রিল ২০২০ ০২:১৩

আপডেট:
১৯ মে ২০২৪ ১১:১৪

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি আব্দুল মাজেদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় দেশবাসী স্বস্তি পেয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনির এই ফাঁসির রায়ে দেশবাসী আনন্দিত, আমরাও আনন্দিত।

মোহাম্মদ নাসিম রোববার এক ভিডিও বার্তায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে একথা বলেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকারী খুনি মাজেদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় জাতি শক্তি পেয়েছে। ইতিহাসের সবচেয়ে জঘন্যতম এই হত্যাকারীর দণ্ড কার্যকরে দেশবাসী আনন্দিত। এই ফাঁসির রায় কার্যকর হওয়ায় আমরা স্বস্তি পেয়েছি আমরা আনন্দিত।

বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের ব্যাপারে মাজেদ যেসব তথ্য দিয়েছে তা প্রকাশ করারও দাবি জানিয়ে এম মনসুর আলীর সন্তান মোহাম্মদ নাসিম বলেন, এখন প্রয়োজন এই খুনির তথ্য অনুযায়ী কারা তাকে সহায়তা করেছে তা জানা। বিশেষ করে- জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়ার আমলে একজন সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করে গেল, কিভাবে সরকারি কর্মকর্তা হয়ে ক্যান্টনমেন্টের মত সুরক্ষিত জায়গায় পরিবার-পরিজন নিয়ে বসবাস করতে পেরেছে?

তিনি বলেন, কিভাবে মাজেদ পার্শ্ববর্তী দেশ ভারতে দীর্ঘদিন পলাতক ছিল? কে তাকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে- তা দেশবাসীর জানা প্রয়োজন। খুনির তথ্য অনুযায়ী- এটি দেশবাসীকে জানানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

 


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top