বৃহঃস্পতিবার, ২৭শে মার্চ ২০২৫, ১২ই চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


নতুন দল গঠনে ঢাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরিপ শুরু


প্রকাশিত:
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪২

আপডেট:
২৭ মার্চ ২০২৫ ০৩:১৭

ছবি সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জনমত জরিপ ও মতামত গ্রহণে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ ক্যাম্পেইন শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬টি বুথে এই ক্যাম্পেইন চালাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আজ সারাদিন এই ক্যাম্পেইন চলমান থাকবে।

জানা গেছে, জরিপে নতুন রাজনৈতিক দলের নাম কি হবে, প্রতীক কি হবে, কি হবে মতুন দলের ম্যান্ডেট ও কর্মসূচি- ইত্যাদি বিষয় জানতে চাওয়া হচ্ছে। তাছাড়া, দেশ পরিবর্তনে ৩টি পরামর্শও চাওয়া হচ্ছে জরিপে। এরপর সারাদেশে এই জরিপ চালাবে বৈষম্যবিরোধী নেতারা। জরিপ শেষ হলে শিক্ষার্থীদের মতামতের উপর ভিত্তি করে নতুন রাজনৈতিক দলের সূচনা করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা।

সরেজমিন দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের নিচে ও সেন্ট্রাল লাইব্রেরির সামনে বুথ নিয়ে বসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সেখানে শিক্ষার্থীরা আসছেন এবং নতুন রাজনৈতিক দল গঠনে বিভিন্ন লিখিত পরামর্শ দিচ্ছেন।

তবে বুথগুলোতে খুব একটা শিক্ষার্থীদের আনাগোনা লক্ষ্য করা যায়নি। খুব কম শিক্ষার্থীই এসে নিজেদের মতামত দিচ্ছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব স্থানে বুথ স্থাপন করা হয়েছে সে কেন্দ্রগুলো হলো- কার্জন হল প্রাঙ্গণ, কেন্দ্রীয় লাইব্রেরি, টিএসসি প্রাঙ্গণ, বটতলা, সায়েন্স লাইব্রেরি প্রাঙ্গণ, হল পাড়া।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সাংস্কৃতিক সেলের সদস্য সাইফুল্লাহ বলেন, আজকে সকাল থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামত নিচ্ছি। ৬টি বুথে এই কাজ পরিচালনা করা হচ্ছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়ে আগামীকাল থেকে সারাদেশেই এই জরিপ শুরু হবে।

এর আগে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে নতুন রাজনৈতিক দল গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মতামত গ্রহণে জরিপ শুরুর ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

হাসনাত আবদুল্লাহ লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু হওয়া আন্দোলন একসময় দুই সহস্রাধিক প্রাণের বিনিময়ের গণঅভ্যুত্থানে রূপ নিয়েছিল, যার নেতৃত্বে ছিল বাংলাদেশের বিপ্লবী ছাত্র-তারুণ্য। সেই তরুণরাই গঠন করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। আর সেই দল গঠনে আমরা জানতে চাই ছাত্রসমাজের প্রত্যাশা। ছাত্রসমাজের মতামতের প্রতিফলন ঘটিয়েই গঠন করা হবে নতুন রাজনৈতিক দল। সেই লক্ষ্যে আমরা শুরু করেছি ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ নামক ক্যাম্পেইন।

তিনি বলেন, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই ও বোনেরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর মতামত আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। তাই আপনারা মতামত দিন। আপনার মতামতের ভিত্তিতেই গঠিত হবে আপনার আকাঙ্ক্ষা ধারণকারী নতুন রাজনৈতিক দল।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top