মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি ২০২৫, ৬ই ফাল্গুন ১৪৩১


স্বাধীনতাবিরোধী শক্তি ও ফ্যাসিবাদের সহযোগীর মিলনে গণতন্ত্র হবে না


প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২৫ ১৫:০৩

আপডেট:
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৬

ছবি সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, স্বাধীনতাবিরোধী শক্তি আর ফ্যাসিবাদী সহযোগীর মিলনে গণতন্ত্র পরিপুষ্ট হবে না। মেরূকরণ যাইহোক, জনগণ যেটাকে অনুমোদন করবে আমরা মনে করি সেটাই হবে গণতন্ত্র।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেওয়ার আগে শিল্পকলা একাডেমি চত্বরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু আরও বলেন, গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকারের প্রত্যাশায় বিএনপি ১৭ বছর থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে। আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক ধারায় ফেরত আনতে চাই। মানুষের অধিকারকে ফিরিয়ে আনতে চাই। বিএনপির লড়াই যাতে আরও শক্তিশালী হয় সেজন্য সারা দেশে বিএনপির এই সাংগঠনিক সভা করা হচ্ছে।

পরে তিনি জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেন। সভায় বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top