শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


বিএনপির মশাল মিছিলে পুলিশের অতর্কিত হামলা


প্রকাশিত:
১১ ফেব্রুয়ারি ২০২১ ০২:৪৬

আপডেট:
১১ ফেব্রুয়ারি ২০২১ ০৩:০২

বিএনপির মশাল মিছিল। ছবি: সংগৃহীত

জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল (জামুকা) কর্তৃক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর বিজয় নগরে সন্ধ্যায় মিছিল বের করলে পুলিশ তাতে হামলা করে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিজয় নগর থেকে মিছিলটি কাকরাইল মোড়ের দিকে যেতে চাইলে পুলিশ অতর্কিত হামলা চালায়।

এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ঢাবি ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, ছাত্রদল নেতা সজীব মজুমদারসহ কেরাণীগঞ্জের বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী জানান, ‘মশাল মিছিল কিছুদূর যাওয়ার পর পুলিশ তাদের মিছিলে হামলা করে। এতে কমপক্ষে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশের লাঠি পেটায় মশাল মিছিলে অংশ নেওয়া নেতাদের মধ্যে আহত হয়েছেন কেরানীগঞ্জ উপজেলা যুবদল নেতা আতিকুর রহমান মানিক, সাবেক ছাত্রদল নেতা অ্যাডভোকেট শাহীন, ছাত্রদল মাসুদুর রহমান, ওমর ফারুক কাউসারসহ বেশ কয়েকজন নেতাকর্মী।

পুলিশ এ সময় যুবদল নেতা শরীফসহ ৪ জনকে আটক করে নিয়ে গেছে বলে জানান মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা।


সম্পর্কিত বিষয়:

পুলিশ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top